সোনারপুর, 3 সেপ্টেম্বর:তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা থেকে বিরোধীদের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ৷ রবিবার তিনি বলেন, "সিপিএমের সুজন, সায়নরা ঘুরে বেড়ান তার একটাই কারণ, রাজ্যে বদল হয়েছিল, কিন্তু বদলা হয়নি । 2011 সালে বদল হয়েছিল কিন্তু 2024 বদলাও হবে । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিকে যে আঙুল তুলবে, কীভাবে তাঁর আঙুল নামাতে হয়, সেটা আমরাও জানি । আমরা শান্ত আছি, কিন্তু দুর্বল নই ।"
34 বছরের বাম দুর্গকে ভেঙে রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একটাই স্লোগান বারবার শোনা গিয়েছে, 'এবার বদলা নয় বদল চাই' । কিন্তু দলের সেই ভাবনা থেকে এবার সরে গিয়ে বিপরীত মন্তব্য করতে দেখা গেল বিধায়ক লাভলি মৈত্রকে ৷ আরজি কর-কাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সেই প্রতিবাদ সভার মঞ্চ থেকে সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী ও সায়ন বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিতে শোনা যায় লাভলিকে ৷