জঙ্গিপুর, 26 মে: জাকির হোসেনের কাছে হুমকি ফোন আসছে ঝাড়খণ্ড থেকে ৷ তবে কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ৷ ইতিমধ্যেই সুতি থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন জাকির হোসেন ৷ ঝাড়খণ্ড থেকে হুমকি ফোনের পিছনে অন্য কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
প্রায় দু'দিন ধরে তৃণমূল বিধায়ককে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং 'হুমকি' দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সূত্রের খবর, বিধায়ককে প্রাণে মেরে ফেলার 'হুমকি'ও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা । এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের শ্রম দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের অন্দরেও ৷ এমনিতেই বিধায়কের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা থাকে ৷ তবে হুমকি ফোন আসার পর সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে ৷