পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল বিধায়ককে ঝাড়খণ্ড থেকে প্রাণে মারার 'হুমকি ফোন' ! তদন্তে পুলিশ - Jakir Hossain

Threatening Calls to MLA Jakir Hossain: বারাবর আসছে প্রাণনাশের হুমকি ফোন ৷ পুলিশে অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয়েছে ৷ ফোন কোন এলাকা থেকে আসছে, তার তথ্য পাওয়া গিয়েছে ৷ আতঙ্কে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ৷

MLA Jakir Hossain
তৃণমূল বিধায়ককে 'হুমকি' ফোন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 4:29 PM IST

জঙ্গিপুর, 26 মে: জাকির হোসেনের কাছে হুমকি ফোন আসছে ঝাড়খণ্ড থেকে ৷ তবে কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ৷ ইতিমধ্যেই সুতি থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন জাকির হোসেন ৷ ঝাড়খণ্ড থেকে হুমকি ফোনের পিছনে অন্য কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

প্রায় দু'দিন ধরে তৃণমূল বিধায়ককে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং 'হুমকি' দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সূত্রের খবর, বিধায়ককে প্রাণে মেরে ফেলার 'হুমকি'ও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা । এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের শ্রম দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের অন্দরেও ৷ এমনিতেই বিধায়কের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা থাকে ৷ তবে হুমকি ফোন আসার পর সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

নির্বাচনের খবর জানতে নজর রাখুন...

প্রসঙ্গত, এর আগেও তৃণমূল বিধায়ক জাকির হোসেনের উপর মুর্শিদাবাদে প্রাণঘাতী হামলা হয়েছিল। বছর তিনেক আগে কলকাতা যাওয়ার জন্য সুতির নিমতিতা স্টেশনে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন জাকির হোসেন-সহ আরও বেশ কয়েকজন। বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ।

আরও পড়ুন:মালদায় 14 দিন ধরে নিখোঁজ বধূ, জামাইয়ের বিরুদ্ধে খুনের পর লাশ গুমের অভিযোগ বাপেরবাড়ির

বিস্ফোরণের ঘটনার পর জাকির হোসেনের হাতে এবং পায়ে একাধিকবার অস্ত্রোপচার হয়েছে ৷ তবে এখনও তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হবার পর জাকির হোসেনের জন্য রাজ্য সরকারের তরফে অতিরিক্ত নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে । এরই মধ্যে ফের একবার ফোন করে গালিগালাজ এবং 'হুমকি' দেওয়াতে আতঙ্কিত হয়ে পড়েছেন তৃণমূল বিধায়ক ৷

আরও পড়ুন:সাংসদ মৃত্যুর তদন্তে কলকাতায় বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন-অর-রাশিদ

ABOUT THE AUTHOR

...view details