শক্তিপুর, 19 ডিসেম্বর: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের শক্তিপুরের বাড়িতে এল বিজেপির পুস্তিকা ও প্রশংসাপত্র। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকেই পোস্ট মারফৎ তৃণমূল নেতার বাড়িতে বিজেপির পুস্তিকা আসায় ব্যাপক গুঞ্জন ছড়াতে শুরু করেছে। তৃণমূল বিধায়ক বলেন, ‘‘ভুলবশত আমার ঠিকানায় এসেছে । একবার লোকসভা নির্বাচনে আমি বিজেপির প্রতীকে লড়েছিলাম । তার জেরেই এই ভুল হয়ে থাকতে পারে । ওই পুস্তিকায় বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান রয়েছে ।’’
এখানে অনেকেরই প্রশ্ন বিজেপির দলীয় নথিপত্র যদি এসেও থাকে তাহলে তা প্রধানমন্ত্রীর দফতর থেকে আসবে কেন ? এ প্রশ্নের কোনও জবাব অবশ্য মেলেনি। দিনকয়েক আগে হুমায়ুন কবীরের মুখে বিজেপি ও আরএসএসের স্তুতি শোনা গিয়েছিল। সাংবাদিকদের সামনে বলেছিলেন, ‘‘বিজেপিতে অনেক ভালো লোক রয়েছেন । আরএসএসের সকলে খারাপ নন । বিজেপির সদর দফতরে আমি বহুবার গিয়েছি। শীর্ষস্থানীয় বহু বিজেপির নেতার সঙ্গে আমার সম্পর্ক ছিল ।’’
হুমায়ুন কবীরের মুখে বিজেপির স্তুতি শুনে অনেকেই নানান সম্ভাবনা বাতাসে ভাসাতে শুরু করেছিলেন । এবার ভরতপুরের বিধায়কের বাড়িতে বিজেপির পুস্তিকা আসায় সেই জল্পনায় সিলমোহর পড়ল বলেই রাজনৈতিক মহলের অভিমত । গত মঙ্গলবার বিধায়কের শক্তিপুরের বাসভবনের ঠিকানায় এই পুস্তিকা এসে পৌঁছয় ।