পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উপনির্বাচনের আগে সরকারি কর্মসূচি, শাহের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের - TMC COMPLAINS AGAINST AMIT SHAH

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেন্সর করা প্রয়োজন । উপনির্বাচনের আগে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের ৷

TMC lodged complaint against Amit Shah in ECI for MCC violation
শাহের বিরুদ্ধে কমিশনে তৃণমূল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 7:34 PM IST

কলকাতা, 29 অক্টোবর: রবিবার রাজ্যে এসে পেট্রাপোল সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই মঞ্চ থেকেই রাজনৈতিক বিষয় নিয়ে তৃণমূলকে নিশানাও করেছিলেন । এবার তা নিয়েই নির্বাচন কমিশনে গেল তৃণমূল কংগ্রেস ।

শাসকদলের বক্তব্য, উত্তর 24 পরগনায় যখন নৈহাটি এবং হাড়োয়ায় উপনির্বাচন রয়েছে, এই অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তৃণমূলের অভিযোগ, নির্বাচনী বিধি লাগু থাকলে এ ধরনের বক্তব্য রাখা যায় না । মূলত নির্বাচনী বিধি লঙ্ঘনের বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ।

শাহের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের (ইটিভি ভারত)

এদিন এই নিয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল নির্বাচন কমিশনের কাছে অমিত শাহের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দায়ের করেছে । গত 27 অক্টোবর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে এসে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সমস্ত সরকারি ব্যবস্থাপনা উপভোগ করা, সেই সরকারি মঞ্চ থেকে রাজনৈতিক বক্তব্য রাখা- এটাই হল অভিযোগের মূল বিষয় ।’’

তিনি আরও বলেন, ‘‘আজ তিনি যেখানে সভা করছেন সেই জেলাতেই দু’টি জায়গায় উপনির্বাচন ঘোষণা করা হয়েছে । গত 15 অক্টোবর থেকে এই ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ লাগু হয়েছে । যে জেলায় ভোট রয়েছে সেখানে দাঁড়িয়েই মডেল কোড অফ কন্ডাক্টকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন তিনি । এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেন্সর করা প্রয়োজন ।’’

তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে গেলেও এই অভিযোগে তেমন আমল দিচ্ছে না বিজেপি । এই অবস্থায় কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় কি না, তাই দেখার ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details