বাঁকুড়া, 1 সেপ্টেম্বর: বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন বিষ্ণুপুর জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সোনামুখী ব্লকের পঞ্চায়েত প্রধান ইউসুফ মণ্ডল। পালটা ইউসুফ মণ্ডলকে কটাক্ষ করেছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী।
আরজি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের কাশীপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ করে সোনামুখী ব্লক তৃণমূল নেতৃত্ব। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দেন ইউসুফ মণ্ডল। প্রকাশ্য সভা মঞ্চ থেকে এলাকার মহিলাদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, " বুথের মা-বোনেদের বলছি বিজেপির নেতারা যদি অঞ্চলে কোনও অশান্তি পাকানোর চেষ্টা করে তাহলে ঝাঁটা, জুতো, খুন্তি হাতে নিয়ে ঠ্যাংগুলো ভেঙে দেবেন ৷ আমরাও বুঝিয়ে দেব, সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস এখনও মরে যাইনি ৷ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ৷"