বসিরহাট, 21 ফেব্রুয়ারি: জমি দখলের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে এলোপাথাড়ি কোপ ! বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত শাসক নেতার বৃদ্ধ মা, স্ত্রী ও ছ'বছরের সন্তান । হামলার পর প্রায় 5 রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা গা ঢাকা দেয় বলে অভিযোগ । ঘটনার জেরে শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার বসিরহাটের বাঁশঝাড়ি এলাকায় । রক্তাক্ত অবস্থায় আবদুল কাদের মোল্লা নামে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ।
পরে, আহত তৃণমূল নেতার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর । এছাড়াও আক্রান্ত ওই তৃণমূল নেতার পিঠে, ঘাড়ে ও পায়ে গুরুতর আঘাত রয়েছে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে, এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি । বিষয়টি নিয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, "গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । আশা করা যায়, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে ।"
আহত তৃণমূল নেতার বক্তব্য (ইটিভি ভারত) স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগে বাঁশঝাড়ি এলাকায় একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা হচ্ছিল । তাতে বাধা দেন তৃণমূল নেতা আবদুল কাদের মোল্লা । তিনি সেই সময় স্থানীয় পঞ্চায়েতের সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেই বেআইনি কাজের প্রতিবাদ করেন । তাই, এদিনের হামলার পিছনে যাঁরা জমি মাফিয়া চক্রের যোগ রয়েছে বলে মনে করছেন আক্রান্ত তৃণমূল নেতা । তাঁর অভিযোগ,"দিন কয়েক আগে একটি জমি নিয়ে গন্ডগোল হয়েছিল । সেই সময় পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে সালিশি সভা বসিয়ে প্রকৃত জমি মালিককে জমি ফিরিয়ে দিই । তারই বদলা নিতে সম্ভবত এই হামলা ।"
তিনি বলেন,"এদিন 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল আচমকা আমার বাড়িতে হানা দেয় । এরপর তারা আমাকে মারধর শুরু করে । ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আমাকে । রেহাই মেলেনি বৃদ্ধ মায়েরও । বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় আমার স্ত্রী এবং সন্তানও । দুষ্কৃতী দলকে চিনতে পারেনি ঠিকই । তবে, এর সঙ্গে ওই জমি সংক্রান্ত বিষয়ের কোনও না কোনও যোগ রয়েছে । আমি চাই, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন । পালিয়ে যাওয়ার সময় ও'রা বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে ।"
এদিকে, ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা । এই নিয়ে প্রকাশ্যে তাঁরা মুখ খুলতে না চাইলেও চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ! এদিন ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোলও বাজেয়াপ্ত করেছে ।