বসিরহাট, 11 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বেনজির আক্রমণ করলেন তৃণমূল নেতা ৷ তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায় সরাসরি তাঁদের 'দেশদ্রোহী' বলে দেগে দিয়েছেন ৷ শাসকদলের পঞ্চায়েত সমিতির এই সদস্যের এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়েছে।
আরজি করের ঘটনায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে বিভিন্ন সময়ে তৃণমূলের নেতা, মন্ত্রীরা কটাক্ষ করে বিতর্কে জড়ালেও এই ধরণের আক্রমণাত্মক মন্তব্য সচরাচর শোনা যায়নি। এর জেরে বিতর্কে জড়িয়েছেন বাদুড়িয়ার এই তৃণমূল নেতা। হাতে গরম ইস্যু পেয়ে বিষয়টি নিয়ে আসরে নেমে পড়েছে বিরোধীরাও। বিজেপি নেতৃত্ব তো এককদম এগিয়ে তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়কেই পালটা 'দেশদ্রোহী' বলে নিশানা করেছেন। এই ঘটনাকে ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে সীমান্ত শহর বসিরহাটে।
আরজি করের ঘটনায় সুবিচার চেয়ে এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। যার প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায় ৷ যদিও, পরিষেবা সচল রাখতে ইতিমধ্যে 'অভয়া ক্লিনিক'-এর মতো চিকিৎসা সেন্টার চালুর মাধ্যমে পরিষেবা ঠিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী ডাক্তাররা। তারই মধ্যে সুপ্রিম কোর্ট আবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে ডেটলাইন বেধে দিলেও সে পথে না হেঁটে প্রতিবাদীরা আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়েছেন। এনিয়ে বিতর্ক যত বাড়ছে ততই জুনিয়র ডাক্তার এবং প্রতিবাদীদের দিকে ধেয়ে আসছে শাসকদলের আক্রমনাত্মক মনোভাব, যা স্পষ্ট হয়েছে বাদুড়িয়ার এই শাসক নেতার কথাতেই। জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বসিরহাটের কলেজ পাড়ায় এক পথসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সভা মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি নিশানা করেন তাঁদের।