কোচবিহার, 14 জুলাই: "দিনহাটার কিছু মহিলা তৃণমূলকে ভোট দেননি। বিজেপিকে ভোট দিয়েছেন। তাই তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন শাসক দলের স্থানীয় নেতা দীপক ভট্টাচার্য। 21 জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে শনিবার দিনহাটার 2 নম্বর ব্লকের একটি সভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই তিনি ওই মন্তব্য করেন। শাসক দলের নেতার মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
'তৃণমূলকে ভোট না-দিলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম কেটে দেওয়া উচিত', শাসক নেতার মন্তব্যে বিতর্ক - Laxmi Bhandar Scheme
TMC Leader Makes Controversial Statement: যে সমস্ত মহিলারা তৃণমূলকে ভোট দেননি তাঁদের নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে কেটে দেওয়া উচিত। এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কোচবিহারের তৃণমূল নেতা ।
Published : Jul 14, 2024, 10:58 PM IST
গোটা বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। দলের নেতা বিরাজেন্দ্র বসু বলেন, "রাজ্য সরকার যখন কোনও প্রকল্প চালু করে তখন সেটা সবার জন্য করে ৷ সেক্ষেত্রে কে তৃণমূল, আর কে বিজেপি- সেটা দেখে না। কিন্তু দীপক ভট্টাচার্য যা বলছেন তাতে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।" বিতর্ক বাড়তেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন শাসক শিবিরের স্থানীয় নেতারা। দলের জেলার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "দল এই মন্তব্য সমর্থন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। কাজেই এই প্রকল্প তৃণমূল -বিজেপি সবাই পাবে।" তবে তাতেও বিতর্ক থামার লক্ষণ দেখা যাচ্ছে না। বিরোধীরাও এই অস্ত্রে তৃণমূলকে কাবু করতে চাইছে। এমতাবস্থায় শাসক শিবির কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়, সেটাই এখন দেখার।
এবারের লোকসভা নির্বাচনে দিনহাটা -2 ব্লকের 12 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ফল ভালো হয়েছে। তবে কিছু কিছু এলাকায় ফল খারাপও হয়েছে। এরপরই ওই সভা থেকে দীপক ভট্টাচার্য বলেন, "বসকোটাল গ্রামের কিছু মহিলা এত কিছু পাওয়ার পরেও তৃণমূলকে ভোট দেননি। বিজেপিকে ভোট দিয়েছেন। তাই তাঁদের নাম কেটে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে কেটে দেওয়া দরকার।"