পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপাল নিজেই নারী নির্যাতনের অভিযুক্ত, খোঁচা কুণালের

নারী নির্যাতন নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল। পাল্টা আক্রমণ কুণাল ঘোষের ৷ সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে থাকা দুটি অভিযোগের কথা মনে করালেন তৃণমূল নেতা ৷

KUNAL GHOSH
কুণাল ঘোষ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 9:36 PM IST

কলকাতা, 4 নভেম্বর: রাজ্যে পরপর ঘটে চলা নারী নির্যাতন ও হিংসার ঘটনায় সোমবার আরও একবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাজভবনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে সাধারণ মানুষের আরও সজাগ ও সচেতন হওয়া উচিত।" পাশাপাশি তিনি এইসব ঘটনা রুখতে রাজ্য সরকারকে কঠোর পদক্ষেপ করার আহ্বান জানান। এরপরই তাঁকে পাল্টা আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কী বলেছেন কুণাল-

  • কুণাল বলেন, "রাজভবন সুরক্ষিত নয় এমন অভিযোগ অতীতে এসেছে। তাঁর বিরুদ্ধে অন্তত দু'জন মহিলা অভিযোগ করেছেন। রাজ্যপাল সাংবিধানিক পদ ব্যবহার করে সেই তদন্ত থেকে নিজেকে দূরে রাখছেন। আর এই ধরনের অভিযোগ করে বাংলার সম্মানকে কালিমালিপ্ত করার কাজ করছেন।"
  • কুণাল আরও বলেন, "আমি রাজ্যপালকে অনুরোধ করব, আপনার বিরুদ্ধে যে দুই মহিলা অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে একবার মুখোমুখি বসুন। সেটাও একবার লাইভ স্ট্রিমিং হোক। আপনি মহিলাদের জন্য এত কথা বলছেন। তাঁর আগে আপনার বিরুদ্ধে যে দু'জন মহিলা অভিযোগ করেছেন তাঁদের সঙ্গে কথা বলে সেটার সুরাহা করুন। সাংবিধানিক পদের অপব্যবহার না-করে পুলিশের তদন্তের মুখোমুখি হোন। দিল্লির তাজ প্যালেস হোটেল থেকে শুরু করে কলকাতার রাজভবন যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত হোক। "
  • আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। তার দাবি, সে কোনও অপরাধ করেনি। তাকে সরকার ফাঁসিয়েছে । এই প্রসঙ্গে কুণাল বলেন, "এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয়। ঘটনার 24 ঘণ্টার মধ্যেই এই ব্যক্তিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এরপর সিবিআইয়ের হাতে তদন্ত যায় ৷ সিবিআই 58 দিনের মাথায় এর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চার্জশিট দেয়। সেই চার্জশিটের উপর দাঁড়িয়ে আদালতের পরবর্তী প্রক্রিয়া হচ্ছে । এর উপর কোনও মন্তব্য করব না।"
  • সঞ্জয়ের বক্তব্যকে সামনে রেখে বিরোধীরা তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ তুলছে। এ নিয়ে কটাক্ষ করেন কুণাল। তিনি বলেন, "যারা এখন সঞ্জয় রায়ের পক্ষে কথা বলছেন তারা নিশ্চয়ই তাকে তাদের দলীয় কোনও পদে দিয়ে দেবেন।"

ABOUT THE AUTHOR

...view details