কলকাতা, 25 মার্চ: খাতায়-কলমে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক হলেও নিজের পাড়ায় তিনি দক্ষ সংগঠক। সাংবাদিক পরিচয়ের বাইরেও বিভিন্ন সামাজিক কাজকর্মে নানা সময়ে তাঁর দেখা মেলে। দোলের দিন প্রথাগত ব্যস্ততা খানিকটা কম। আর তাই এই দিনটিতে তাঁর পাড়ার ক্লাব রামমোহন সম্মিলনীর হয়ে প্রভাত ফেরিতে দেখা গেল কুণাল ঘোষকে। হলুদ পাঞ্জাবী, রবীন্দ্র সংগীত আর আবির নিয়ে কচিকাঁচাদের সঙ্গে পথ হাঁটলেন তিনি। তবে এখানেই শেষ নয়, আর পাঁচটা দিনের থেকে আলাদা মুডে ব্যাট হাতেও ছক্কা হাঁকাতে দেখা গেল তৃণমূল নেতাকে ৷
এমনিতে লোকসভা ভোট সামনেই, তাই শহর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসংযোগে মেতেছেন নেতা থেকে প্রার্থী কিংবা মন্ত্রীরা ৷ ভোটের রং আর দলের রং সেখানে মিলেমিশে একাকার। কিন্তু কুণাল ঘোষকে বিভিন্ন সময় এই রামমোহন সম্মিলনীর নানা অনুষ্ঠানে দেখা যায়। ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষকও তিনি। খুব স্বাভাবিকভাবেই দোলের দিন প্রভাতফেরিতে অংশগ্রহণে তেমন নতুনত্ব নেই। তবে ছুটির মেজাজে যেভাবে ব্যাট হাতে তাঁকে পাওয়া গেল সেটা অবশ্যই নতুন।