কলকাতা, 23 অগস্ট:আরজি কর কাণ্ডে কেউ পথে নেমে, কেউ আবার সোশাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন। বিরোধী দলগুলিও প্রতিবাদ করতে গিয়ে সরকারি প্রকল্পগুলিকে রীতিমতো কটাক্ষ করছে সোশাল মিডিয়ায় ৷ রাজ্যের তৃণমূল সরকারকে এই ঘটনায় সেই প্রথম থেকেই কোণঠাসা হতে হচ্ছে। এবার পালটা আক্রমণের পথে হাঁটতে চাইছে তৃণমূল? তৃণমূল নেতা কুণাল ঘোষের পোস্টে এমনটাই ইঙ্গিত মিলছে বলে মনে করছেন অনেকেই ৷ এনিয়ে তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন, "ফেসবুকে বিকৃত বিপ্লবী না-সেজে ফেরত দিন লক্ষ্মীর ভাণ্ডার ৷"
শুক্রবার কুণাল এক্সে পোস্ট করে আরও লেখেন, "যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত দেওয়ার কাউন্টার থাকুক।" সোশাল মিডিয়ায় আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা যাঁরা করছেন, তাঁদের কটাক্ষ করে কুণাল আরও লিখেছেন, "ফেসবুকে বিকৃত বিপ্লবী না-সেজে, ফেরত ফর্ম ফিল-আপ করুন। আমরাও আরজি কর দোষী/দের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।"