পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'পুজো ভালো কাটাচ্ছি', দু'বছর পর মহাষ্টমীতে মেতে উঠলেন অনুব্রত

অষ্টমী-নবমীতে পাশে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ির পুজোয় তৃণমূল নেতা অনুব্রত ৷ 17 অক্টোবর থেকে বিজয়া সম্মীলনীর মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন তিনি ৷

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

ANUBRATA MONDAL
মেয়ে সুকন্যাকে নিয়ে অনুব্রত মণ্ডল (নিজস্ব ছবি)

নানুর, 11 অক্টোবর: দু'বছর পর মেয়ে সুকন্যাকে নিয়ে গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে দেখতে উপচে পড়ল গ্রামবাসীদের ভিড় ৷ সকলের সঙ্গে কথা বললেন ৷ যদিও, কাকা প্রয়াত হওয়ায় মন্দিরে উঠলেন না। দূরে দাঁড়িয়েই প্রণাম করলেন।

অনুব্রত বলেন, "খুব ভালো লাগছে ৷ কিন্তু, মন্দিরে উঠতে পারছি না। অঞ্জলিও দিতে পারব না। আমার কাকা প্রয়াত হয়েছেন ৷ বাইরে থেকেই প্রণাম করলাম। গ্রামবাসীদের সঙ্গে কথা হল ৷ পুজো খুব ভালো কাটাচ্ছি। ফাইন লাগছে।"

গ্রামের পুজোয় অংশ নিলেন অনুব্রত (ইটিভি ভারত)

উল্লেখ্য, গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে 2 বছর পর বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল ৷ প্রতিবছর দুর্গাপুজোয় অনুব্রতর গ্রামের বাড়ি, অর্থাৎ নানুরের হাটসেরান্দী গ্রামে দুর্গাপুজোয় অংশ নেন তিনি ৷ কিন্তু জেলে থাকায় 2 বছর অনুব্রতকে ছাড়াই পুজো হয়েছে।

এ বছরের 24 সেপ্টেম্বর তিনি বীরভূমের মাটিতে পা-রাখেন ৷ তারপর থেকে তৃণমূলের কার্যালয়ে নিয়মিত বসছেন ৷ দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে কথাবার্তার মধ্য দিয়ে সক্রিয় হতে শুরু করেছেন তিনি ৷

হাটসেরান্দী গ্রামের দুর্গাপুজো (নিজস্ব ছবি)

আর এবার পুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। মহাষ্টমীর দিন মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে এলেন। শুক্রবার তাঁকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড় ৷ সকলের সঙ্গে কথা বলেন তিনি ৷ ফিরে যাওয়ার সময়ও তাঁর গাড়ির কাছে গিয়েও কথা বলেন গ্রামের প্রবীণরা ৷

গ্রামের বাড়ির পুজোয় অনুব্রত ও তাঁর মেয়ে (নিজস্ব ছবি)

এদিন বেশ হাসিখুশি দেখিয়েছে অনুব্রতকে ৷ দু'বছর পর আবারও পরিবারের সদস্যদের কাছে পেয়ে আপ্লুত নেতা ৷ আগেই তিনি জানিয়েছেন, 17 অক্টোবর বিজয়া সম্মীলনীর মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন ৷ ইতিমধ্যেই নিজের ফেসবুক পেজেও সক্রিয় হয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details