পশ্চিমবঙ্গ

west bengal

স্কুলের ছাত্রীদের অশ্লীল মেসেজ, কটূক্তি ! গ্রেফতার তৃণমূল নেতা - TMC leader in Sexual Harassment Row

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 7:25 PM IST

Updated : Aug 22, 2024, 8:01 PM IST

TMC leader in Sexual Harassment Row: ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানো ও কটূক্তি করার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অনুতোষ রায়ের বিরুদ্ধে ৷ তাঁর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা ৷

ETV BHARAT
স্কুলের ছাত্রীদের অশ্লীল মেসেজ, কটূক্তি ! (নিজস্ব চিত্র)

কোচবিহার, 22 অগস্ট: আরজি কর কাণ্ডের আবহে গোটা দেশ যখন নারীদের নিরাপত্তার দাবিতে তোলপাড়, তখনই স্কুলের ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানো ও কটূক্তি করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে ৷ গুরুতর এই অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতারের দাবিতে আজ বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা ৷ পুলিশ পরে অভিযুক্তকে গ্রেফতার করে ৷

স্কুলের ছাত্রীদের অশ্লীল মেসেজ-কটূক্তির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা (নিজস্ব ভিডিয়ো)

ঘটনাটি ঘটেছে কোচবিহার রাজারহাট উচ্চ বিদ্যালয়ে । ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুণ্ডিবাড়ি থানার পুলিশ । পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় । স্কুলের প্রাক্তন ছাত্র ধীমান দাস বলেন, "স্কুলে পঠনপাঠনের পরিবেশ নেই । স্কুল পরিচালন সভাপতির ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন । কটূক্তি করছেন । ফলে স্কুলের ছাত্রীরা স্কুলে আসতে সাহস পাচ্ছে না । তাই অভিযুক্ত স্কুল পরিচালন সমিতির সভাপতির গ্রেফতারি চাই ।"

রাজারহাট হাইস্কুল কোচবিহার-2 ব্লকের একটি গুরুত্বপূর্ণ স্কুল । এই স্কুলের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতা অনুতোষ রায় । একাদশ শ্রেণির ছাত্রীদের একাংশের অভিযোগ, স্কুল পরিচালন সমিতির সভাপতি মাঝেমধ্যেই ছাত্রীদের উদ্দেশে কটূক্তি করেন । ছাত্রীদের মোবাইলে অশ্লীল মেসেজও পাঠান বলে অভিযোগ । এতদিন বিষয়টি নিয়ে চুপচাপ থাকলেও বৃহস্পতিবার ছাত্রীরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের সঙ্গে যোগ দেয় স্কুলের ছাত্ররাও । এরপর একে একে বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন । পথ অবরোধ করা হয় রাজারহাট মোড়ে ।

খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । আন্দোলনকারীরা বলেন, অভিযুক্ত স্কুল পরিচালন সভাপতিকে গ্রেফতার করতে হবে । স্কুলের প্রধান শিক্ষক বলেন, "ছাত্রীরা অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই আমরা থানায় জানিয়েছি । ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও এ ধরনের অভিযোগ করেছেন ।" পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Last Updated : Aug 22, 2024, 8:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details