দুর্গাপুর, 20 অগস্ট:পুনর্বাসনের দাবিতে তৃণমূলের তফশিলি সেলের সভাপতির নেতৃত্বে আন্দোলন বস্তিবাসীদের। আর বস্তিবাসীদের বিরুদ্ধে এই আন্দোলনে নামল কারখানার তৃণমূল সমর্থিত ঠিকা শ্রমিকরা । মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত্ব কারখানার সামনে তৃণমূল বনাম তৃণমূলের উত্তেজনা সামাল দিতে হিমশিম অবস্থা দুর্গাপুর থানার পুলিশের ।
সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জন্য শুরু হয়েছে ৷ তার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ চলছে। তা নিয়েই এদিন সকালে কারখানা পরিদর্শনে এসেছিলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান। সেই খবর ছড়িয়ে পড়তেই কারখানার জমিতে বসবাসকারী বস্তিবাসীরা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁদের নেতৃত্ব দেন দুর্গাপুরের তিন নম্বর ব্লকের তৃণমূল তফশিলি সেলের সভাপতি সিকান্দার মল্লিক। এই খবর পাওয়া মাত্রই পাল্টা রাষ্ট্রায়ত্ত কারখানার তৃণমূল সমর্থিত ঠিকা শ্রমিকরা কারখানার পুনর্বাসনের দাবিতে বস্তিবাসীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা।