কলকাতা, 21 মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হতেই আতঙ্কে নেতাজি নগরে আত্মহত্যা করেছেন এক যুবক। 31 বছরের দেবাশিস সেনগুপ্ত আতঙ্ক থেকেই বুধবার আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে পরিবারের দাবি। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, দেবাশিসের বাবা ও মায়ের সিএএর জন্য প্রয়োজনীয় নথি ছিল না। আর সেই আতঙ্ক থেকেই আত্মঘাতী হয়েছেন তিনি, এমনই অভিযোগ। এই খবর সামনে আসতেই মৃত যুবকের বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল ৷ মন্ত্রী শশী পাঁজা বলেন, "সিএএ আতঙ্ক থেকেই যুবক আত্মহত্যা করেছেন ৷"
আত্মহত্যার খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত এই অবস্থায় তৃণমূল কংগ্রেস এই শোকার্ত পরিবারের পাশেই রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল নেতাজিনগরে ওই যুবকের বাড়িতে যায়। বৃহস্পতিবার তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, দলের মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী, যাদবপুরের তৃণমূল প্রার্থী তথা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং দলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক।
মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে মন্ত্রী শশী পাঁজা বলেন, "দেবাশিসের আতঙ্ক এটাই ছিল সে দেশছাড়া হয়ে যাবে, মাটি ছাড়া হয়ে যাবে ৷ তার বাবার মুখ থেকেই শুনলাম ৷ সে একদম ভেঙে পড়েছিল ৷ অথচ সে কালীঘাটের কাছে বেসরকারি স্কুলে মেধাবী ছাত্র ছিল ও খেলাধূলাতেও ভালো ছিল ৷ সিএএ নিয়ে আতঙ্ক তৈরি করেছে ৷ অসমেও করেছে ৷ একের পর এক মানুষের মৃত্যু হয়েছে ৷ যে খেলাটা বিজেপি খেলছে সেটা অত্যন্ত মারাত্মক ৷ যারা আতঙ্ক সৃষ্টি করেছে তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে আর কতদিন লাগবে?"