পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুই কাউন্সিলরের অন্তর্দ্বন্দ্ব, সমস্যার সমাধানের জন্য তৃণমূল প্রার্থী সুদীপের বাড়ির সামনে ধরনা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Dharna: কাজে বাধা দিচ্ছেন ওয়েলিংটন স্কোয়ার এলাকার এক তৃণমূল নেতা ৷ এই অভিযোগে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়ের প্রধান কার্যালয়ে ধরনা দিলেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ৷ অবশেষে সুদীপের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় ৷

TMC Dharna
তৃণমূলের ধরনা

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 7:21 PM IST

ধরনায় তৃণমূল কাউন্সিলর

কলকাতা, 13 এপ্রিল: লোকসভা ভোটের দোরগড়ায় বিড়ম্বনায় উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায় ৷ 10 নম্বর সুবোধ মল্লিক স্কোয়ারে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে ধরনায় দলেরই এক কাউন্সিলর ৷ অভিযোগ, তাঁকে কাজে বাধা দিচ্ছেন ওয়েলিংটন স্কোয়ার এলাকার এক তৃণমূল নেতা ৷ সমস্যার সমাধান করতে হবে সুদীপকে ৷

49 ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দোপাধ্যায় জানান, প্রতিবেশী 51 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনীল কুমারের সঙ্গে পূর্বের তাঁর কিছু সমস্যার রয়েছে ৷ যার প্রভাব পড়েছে তাঁর নির্বাচনী কাজের উপর ৷ অভিযোগ, তাঁর অনুগামীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে । মাস চারেক ধরেই বিষয়টা চলছে । একাধিকবার এস এন ব্যানার্জি রোডের বাসস্থানে গিয়ে সুদীপের সঙ্গে দেখা করে তিনি বিষয়টি জানিয়ে এসেছেন । কিন্তু ফল হয়নি । বরং ইন্দ্রনীলের সঙ্গে সমস্যার কারণে সুদীপের নির্বাচনী প্রচারের কাজে অংশগ্রহণ করতে পারছেন না তিনি ৷

এমনকি সুদীপ পত্নী তথা বউবাজারের বিধায়ক নয়না বন্দোপাধ্যায়ের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছে । কিন্তু উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতা হিসেবে একমাত্র সুদীপ বন্দোপাধ্যায় এই সমস্যার সমাধান করতে পারেন বলে মনে করেন মোনালিসা । সুতরাং এই সমস্যার দ্রুত সমাধান করুন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী ৷

শুক্রবার এই দাবি নিয়ে 20 জন অনুরাগীর সঙ্গে সুদীপের রাজনৈতিক কার্যালয়ে ধরনায় বসেন তিনি ৷ গোটা বিষয়ের সুরাহা না হওয়া পর্যন্ত তিনি ধরনা থেকে উঠবেন না বলে প্রথমে জানান মোনালিসা । তাঁর ধরনার খবর পাওয়া মাত্রই দশ নম্বর কার্যালয়ে এসে দু'পক্ষকে নিয়ে বৈঠক করেন সুদীপ ৷ তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ ঘটনা প্রসঙ্গে মোনালিসা বলেন, "ঘরের কথা বাইরে প্রকাশ করা যায় না ৷ উনি সুন্দরভাবে সম্পূর্ণ ঘটনাটি সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে এধরণের ঘটনা আর ঘটবে না ৷"

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details