কলকাতা, 13 এপ্রিল: লোকসভা ভোটের দোরগড়ায় বিড়ম্বনায় উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায় ৷ 10 নম্বর সুবোধ মল্লিক স্কোয়ারে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে ধরনায় দলেরই এক কাউন্সিলর ৷ অভিযোগ, তাঁকে কাজে বাধা দিচ্ছেন ওয়েলিংটন স্কোয়ার এলাকার এক তৃণমূল নেতা ৷ সমস্যার সমাধান করতে হবে সুদীপকে ৷
49 ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দোপাধ্যায় জানান, প্রতিবেশী 51 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনীল কুমারের সঙ্গে পূর্বের তাঁর কিছু সমস্যার রয়েছে ৷ যার প্রভাব পড়েছে তাঁর নির্বাচনী কাজের উপর ৷ অভিযোগ, তাঁর অনুগামীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে । মাস চারেক ধরেই বিষয়টা চলছে । একাধিকবার এস এন ব্যানার্জি রোডের বাসস্থানে গিয়ে সুদীপের সঙ্গে দেখা করে তিনি বিষয়টি জানিয়ে এসেছেন । কিন্তু ফল হয়নি । বরং ইন্দ্রনীলের সঙ্গে সমস্যার কারণে সুদীপের নির্বাচনী প্রচারের কাজে অংশগ্রহণ করতে পারছেন না তিনি ৷