পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আরজি কর এখন আর ইস্যু নয়', জয় নিয়ে নিশ্চিত তৃণমূলের সুজয়

প্রার্থী হয়েই আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ সুজয় হাজরার ৷ সুবিচার নয়, রাজনৈতিক স্বার্থে আন্দোলন বলে মন্তব্য মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর ৷

Assembly Bye Elections 2024
ভোট-ম্যানেজার থেকে প্রার্থী হওয়ায় উচ্ছ্বসীত মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2024, 9:11 PM IST

মেদিনীপুর, 20 অক্টোবর: 2001 সাল থেকে তৃণমূল কর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন ৷ সেখান থেকে ধীরে ধীরে আসেন দলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে ৷ আর এবার আসন্ন বিধানসভা উপনির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন সুজয় হাজরা ৷ 23 বছরের পরিশ্রমের ফল পেয়ে তাঁর প্রতিক্রিয়া, এতদিন ভোট ম্যানেজার ছিলেন, এবার প্রার্থী হলেন ৷

আগামি 13 নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ তৃণমূলের তরফে সেই ছ’টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ৷ যেখানে মূলত, স্থানীয় নেতৃত্বের উপরেই আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতো, মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরাকে প্রার্থী করা হয়েছে ৷

ভোট-ম্যানেজার থেকে প্রার্থী হলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা ৷ (ইটিভি ভারত)

সুজয় প্রার্থী হতেই, দলের নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ৷ জেলা কার্যালয়ে বসে তিনি বললেন, "একজন ভোট-ম্যানেজার ও একজন প্রার্থীর মধ্যে পার্থক্য আছে ৷ এতদিন মেদিনীপুরে তৃণমূলের সভাপতি হিসেবে ভোট-ম্যানেজারের কাজ করে এসেছি ৷ এবার আমি নিজে প্রার্থী ৷ পার্থক্য তো থাকবেই ৷ 2001 সাল থেকে দলের সঙ্গে রয়েছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন ৷ সেই আস্থার দাম হিসেবে, বিপুল ভোটে মেদিনীপুর বিধানসভা আমি তাঁদের উপহার দেব ৷"

মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরাকে শুভেচ্ছা দলীয় কর্মীদের ৷ (নিজস্ব চিত্র)

তবে, এ দিন আরজি কর ইস্যু নিয়ে সুজয় হাজরাকেও বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল সুজয় হাজরাকে ৷ তিনি বলেন, "আরজি করের কোনও প্রভাব নির্বাচনে পড়বে না ৷ এটা এখন আর কোনও ইস্যুই নয় ৷ সেটা আমরা প্রমাণ করে দেব ৷ আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখন আর নেই ৷ এটা পুরোপুরি রাজনৈতিক স্বার্থে আন্দোলন চলছে ৷ তাই মানুষ আর এদের সঙ্গে নেই ৷"

উল্লেখ্য়, 2021 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছিল জুন মালিয়াকে ৷ বিজেপি প্রার্থী শমিত দাসকে হারিয়ে তিনি বিধায়ক হয়েছিলেন ৷ এরপর 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পালকে হারিয়ে জুন সাংসদ হয়েছেন ৷ তাঁর সেই ফাঁকা আসনে এবার জেতার চ্যালেঞ্জ সুজয় হাজরার ৷ আর এই চ্যালেঞ্জে তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপির শুভজিৎ রায় ৷

ABOUT THE AUTHOR

...view details