নির্বাচনী প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর, 25 মার্চ:রাজ্যজুড়ে বসন্ত উৎসবে মেতেছে বঙ্গবাসী ৷ আম জনতার সঙ্গে লোকসভার প্রার্থীরাও মেতে উঠেছেন রংয়ের উৎসবে ৷ কেউ আবির খেলে আবার কেউ রঙ খেলে প্রচার পর্ব সারছেন ৷ শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এদিন প্রাচারের পাশাপাশি মেতে উঠলেন দোল উৎসবে ৷ নিজে মাখলেন অন্যদের রং মাখিয়ে দোলের রংয়ে রঙিন হলেন কল্যাণ। শ্রীরামপুর কেন্দ্রে এই নিয়ে টানা তৃতীয়বার প্রার্থী হলেন তিনি ৷
দোলের দিন এভাবেই জনসংযোগ করে বিরোধীদের বার্তা দিলেন বিদায়ী সাংসদ ৷ তাঁর কাছে যে কেউই ফ্যাক্টর নয়, সেটা তার কথাতেই স্পষ্ট। সোমবার শ্রীরামপুরের মাহেশের রাধা গোবিন্দ মন্দির, বটতলা ও ইন্ডিয়া জুট মিলের শ্রমিক মহল্লার মন্দিরে পুজো দেন তিনি । এরপর হেঁটেই স্থানীয় এলাকায় ঘুরে বেড়ান ৷ শ্রীরামপুরে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন ৷ পিচকিরি নিয়ে রঙ খেলেন ছোট থেকে বড় সকলের সঙ্গে। দলীয় কর্মী সমর্থকদেরও রং ও আবিরে রাঙিয়ে দেন।
এদিন দোল উৎসবে মেতে বিদায়ী সাংসদ বলেন, "গতবার হ্যাটট্রিক করেছি এবারে বাউন্ডারি হাঁকাব। 2009 সাল থেকে সিপিএমকে হারিয়েছি। বাপি লাহিড়ী হেরেছে, গতবার দেবজিৎ সরকার হেরেছে এবার লাল-গেরুয়া সব হারবে। বিরোধীরা কোনও ফ্যাক্টর হবে না।" প্রসঙ্গত, শ্রীরামপুরের এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসুকে। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি তিনি ৷ দোল উৎসবের দিনে বিরোধীদের নিয়ে কিছু বলবেন না বলেও জানান ৷ ফুরফুরা শরিফে আইএসএফের একটা বড় অংশের ভোট রয়েছে। সেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করতে ছাড়েনি কল্যান বন্দ্যোপাধ্যায়। নওশাদকে কটাক্ষ করে তিনি বলেন," ফুরফুরা যদি ফ্যাক্টর হতো নওশাদ সিদ্দিকাকে ভাঙরে গিয়ে দাঁড়াতে হত না ।"
আরও পড়ুন:
- ভোটের দিন ব্যারাকপুরে 'অর্জুন' ম্যাজিক হবে, পার্থকে হুশিয়ারি পদ্মপ্রার্থীর - LOK SABHA ELECTIONS
- 'সবচেয়ে বড় দালাল', কটাক্ষ ছুড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ কল্যাণের