বংশীহারী, 29 অগস্ট: আরজি কর ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যে পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ ৷ স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুল পড়ুয়া।
জানা গিয়েছে, বয়স 13 বছর বয়সি ওই নাবালিকার গলায় আঘাতের চিহ্ন দাগ রয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকায় ৷ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, বংশীহারী থানার আইসি অসীম গোপ-সহ পুলিশ আধিকারিকরা ৷ নামানো হয়েছে কম ব্যাট ফোর্সও। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ পাড়াপ্রতিবেশীরা ভিড় করতে থাকেন ৷ গঙ্গারামপুর হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্কুল পড়ুয়াকে ধর্ষণ করে খুনের চেষ্টা (ইটিভি ভারত) অন্যদিকে, এদিন পালাতে গিয়ে দৌলতপুর এলাকা থেকে পুলিশ অভিযুক্ত প্রিয়নাথ রাজবংশীকে গ্রেফতার করে ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা তৃণমূলের কর্মী-সমর্থক। বাবা নরেশ রাজবংশী তৃণমূলের বুথ সভাপতি। সূত্রের খবর, ওই নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ করার পর তাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করারও চেষ্টা করে ওই যুবক। এদিকে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তের প্যান্ট ও জুতো উদ্ধার করেছে। এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে বংশীহারী থানায়। অভিযুক্তকে এদিন আদালতে তোলা হয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।
এই বিষয়ে গ্রামবাসী দীপ্তি রাজবংশী জানান, রাতে এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করবার চেষ্টা করেছে। নাবালিকার মা রাত্রি 12টার সময় তার গোঙানির আওয়াজ পেয়ে ঘরে যান ৷ মেয়ের ঘরের আলো জ্বালাতেই সেথানে থাকা একটি ছেলে তার মায়ের চুলের মুঠি ধরে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। তাঁর কথায়, "আমরা এর বিচার চাই। ছেলেটা এর আগে অনেক ঘটনা ঘটিয়েছে। আমরা চাই ছেলেটার সাজা হোক। পুলিশ যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে আমরা আইন নিজেদের হাতে তুলে নেব।"
এই বিষয়ে আরও এক গ্রামবাসী শিবনাথ পান্ডে জানান, গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিষহরি ডাঙ্গা এলাকায় নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করবার চেষ্টা করেছে তৃণমূলের বুথ সভাপতি ছেলে। মেয়েদের কোনও সুরক্ষা নেই। সরকার বলছে আদিবাসীদের সুরক্ষা দিচ্ছে তারা। কিন্তু কোথায় সুরক্ষা ? অন্যদিকে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, "একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।"