পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিষেকের নির্দেশে চোপড়ায় মৃত শিশুদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা তৃণমূলের - আর্থিক সাহায্য

Abhishek Banerjee: রাজ্য সরকারের পাশাপাশি চোপড়ায় মৃত শিশুদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করল তৃণমূল ৷ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ।

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 10:46 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে মৃত চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে এবার আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একইসঙ্গে তিনি উত্তর দিনাজপুরের জেলা নেতৃত্বকে মৃত শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, এই সন্তানহারা পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশেই মৃত শিশুদের পরিবার পিছু 3 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে শাসকদলের তরফ থেকে।

প্রসঙ্গত, গতকাল সোমবার থেকেই উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশুমৃত্যুর ঘটনা নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই নিয়ে তাঁরা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সময় চেয়েছেন ৷ রাজভবনের উপর চাপ তৈরি করছে যাতে এই ঘটনা নিয়ে তিনি সক্রিয় হন। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ওই সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে । এই ঘটনায় সক্রিয় হয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ও তাদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৷ আগামিকাল বুধবার চোপড়া যাচ্ছে সেই প্রতিনিধি দল ৷ তার মাঝেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী । এই ধরনের ঘটনায় যে সংস্থা সংস্কারের কাজ করছিল তাদেরকেই দায়ী করেছেন তিনি । তবে যেভাবে বিএসএফের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে তার সঙ্গে একমত নন বিরোধী দলনেতা ।

আরও পড়ুন :

  1. চোপড়ার শিশুমৃত্যু নিয়ে ঝাঁজ বাড়াতে বৃহস্পতিতে রাজভবনে যাচ্ছে তৃণমূল
  2. নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়

ABOUT THE AUTHOR

...view details