পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'তৃণমূল ও পুলিশ ভয় পেয়েছে', নবান্ন অভিযান সম্পর্কে কটাক্ষ লকেটের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Locket Chatterjee on Nabanna Abhiyan: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের ছাত্র সমাজের নবান্ন অভিযান ৷ এবার সেই অভিযান নিয়ে একযোগে তৃণমূল ও রাজ্যের পুলিশকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷

Locket Chatterjee on Nabanna Abhiyan
নবান্ন অভিযান সম্পর্ক লকেটের মন্তব্য (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 9:56 AM IST

Updated : Aug 27, 2024, 10:07 AM IST

চুঁচুড়া, 27 অগস্ট: "তৃণমূল ও রাজ্যের পুলিশ, উভয়েই ভয় পেয়েছে ৷" আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ছাত্রদের ডাকে মঙ্গলবারের নবান্ন অভিযান সম্পর্কে এমনই কটাক্ষ করলেন বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ৷

একযোগে তৃণমূল ও পুলিশকে কটাক্ষ লকেটের (ইটিভি ভারত)

সোমবার রাতে সচেতন নাগরিক মঞ্চের তরফে চুঁচুড়ায় ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ করা হয় ৷ সেই মঞ্চে উপস্থিত হন অম্বিকেশ মহাপাত্র এবং লকেট চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবারের নবান্ন অভিযান সম্পর্কে লকেটকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "নবান্ন অভিযান নিয়ে পুলিশ অনুমতির কথা বলছে ৷ কেন অনুমতি নেবে ? আমাদের হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তো বন্ধ করেনি এই আন্দোলন ! এত মানুষ রাস্তায় নামছে, সবাই বলছে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে । তার জন্য মঙ্গলবার ছাত্র সমাজ নবান্নে প্রতিবাদ জানাতে যাচ্ছে । এতে অনুমতি লাগবে কেন ?" সেই সঙ্গে তিনি বলেন, "আসলে এরা ভয় পেয়েছে । সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে । এত বছরে তৃণমূলকে এইভাবে ভয় পেতে দেখিনি ৷ ছাত্র সমাজের আন্দোলনে আমি বলতে পারব না কত মানুষ যাবে । ওখানে সবাই আসুক ৷ প্রয়োজন হলে অভিভাবকরাও আসুন ৷"

রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, "আমরা দলগতভাবে যে কথা বলতাম, এখন সারা বাংলা সেই কথাই বলছে ৷ এখন তৃণমূল বলছে ছাত্র সমাজ বলে কোন সংগঠন নেই ৷ নেই তো নেই । আমি যদি মহিলা হয়ে মহিলাদের সঙ্গে যাই, তাহলে মহিলার সমাজ তো হবে । আমি স্বাধীন দেশে আছি ৷ আমি আন্দোলন করতেই পারি । এটাই স্বাভাবিক । আসলে পুলিশ ভয় পাচ্ছে । অন্য কোথাও কখনও এইরকম তৎপরতা দেখিনি । যা দেখা যাচ্ছে নবান্ন অভিযান নিয়ে ।" সেইসঙ্গে তাঁর দাবি, আরজি কর ঘটনার দিনও এত তৎপরতা তো দেখা যায়নি ৷ তখন মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত সমাধানের সময় চাইছিলেন কেন ? সিবিআই-কে তদন্তভার দেওয়ার পরই দ্রুততার সঙ্গে বিচার চাইতে শুরু করে দিয়েছেন তিনি ।

9 অগস্টের সেই নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ তবে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদে এখনও রাস্তায় সাধারণ মানুষ ৷ তাই আজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চ ৷

Last Updated : Aug 27, 2024, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details