কলকাতা, 28 জুন: সংসদ বা বিধানসভায় নেতা-নেত্রীদের সুখনিদ্রার ছবি সংসদীয় রাজনীতিতে নতুন নয় ৷ নেতারা অন্যদের কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন মাঝেমধ্যেই ৷ তা নিয়ে সমালোচনাও শুনতে হয় তাঁদের ৷ এবার রাজ্য রাজনীতির দুই প্রধান প্রতিপক্ষের মাঝে এসে দাঁড়াল ঘুম-বিতর্ক ৷ তৃণমূল সাংসদরা সংসদে ঘুমিয়ে পড়েছেন বলে দাবি করে বিজেপি ৷ তার জবাব দিল তৃণমূল ৷ বাংলার শাসক শিবিরের দাবি, ভিডিয়োর একটি বিশেষ অংশের ছবি তুলে দেখাচ্ছে বিজেপি ৷ এরপরই তৃণমূলের তরফে সম্পূর্ণ ভিডিয়োটি প্রকাশ্যে আনা হয় ৷
সংসদে মহুয়া-সায়নীর সুখনিদ্রায় সরব বিজেপি ! বিভ্রান্ত ছড়ানোর কৌশল, দাবি তৃণমূলের - TMC BJP STAND OFF - TMC BJP STAND OFF
Fresh Social Media battle between BJP and TMC: লোকসভার কাজে ফাঁকি দিয়ে তৃণমূলের দুই সাংসদ ঘুমিয়ে পড়েছিলেন বলে দাবি করল বিজেপির ৷ পালটা তৃণমূলের দাবি একটি বিশেষ অংশের ছবি পোস্ট করে বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে ৷
Published : Jun 28, 2024, 9:27 PM IST
|Updated : Jun 28, 2024, 11:08 PM IST
বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি বাংলার তিন মহিলা সাংসদের ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে বিতর্কের সূত্রপাত ঘটান বৃহস্পতিবার ৷ ছবিতে দেখা যায় দু'ধারে বসে কার্যত ঘুমিয়ে কাদা মহুয়া মৈত্র ও সায়নী ঘোষ ৷ ঠিক মাঝখানে বসে রয়েছেন জুন মালিয়া ৷ তাঁর দৃষ্টি অবশ্য সজাগ ৷ এই ছবি পোস্ট করে তরুণ লেখেন,'কৃষ্ণনগর আর যাদবপুর ঘুমোচ্ছেন ৷' নেত্রীদের সংসদীয় এলাকার নাম উল্লেখ করে খোঁচা দেন বিজেপি নেতা ৷ তৃণমূলের তরফে পালটা দেওয়ার কাজ সারলেন কুণাল ঘোষ ৷ একটি ভিডিয়ো পোস্ট করে শুক্রবার কুণাল দাবি করেন, তাঁর দলের তিন সাংসদই মন দিয়ে সংসদের কাজকর্ম দেখছিলেন ৷ মাঝে কোনও একটি বিশেষ সময় তাঁদের চোখ কোনও কারণে বুজে এসেছিল ৷ এই অংশের ছবি তুলে যদি দাবি করা হয় তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন তাহলে তা হবে সত্যের অপলাপ ! আর তাই এ ধরনের কাজ যাঁরা করেছেন তাঁদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত ৷
লোকসভায় তার একটু আগে স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন ওম বিড়লা ৷ সংসদীয় রীতি মেনে প্রতিটি দলের সংসদীয় নেতারা তাঁকে অভিনন্দন জানাতে বক্তব্য পেশ করেছিলেন ৷ মহুয়াদের আসনে সামনে দাঁড়িয়ে উদ্ধব ঠাকরের শিবসেনার সাংসদ অরবিন্দ গণপত সায়ান্ত স্পিকারকে অভিনন্দন জানাচ্ছিলেন ৷ ইন্ডিয়া শিবিরের প্রতিটি দলের সংসদীয় নেতাদের মতো মুম্বই পশ্চিমের এই সাংসদও স্পিকারকে অভিনন্দন জানানোর ফাঁকে খানিকটা কটাক্ষও করেন ৷ মিনিট তিনেক ভাষণের ভিডিয়ো ঘিরেই যত গোলমাল ! একটি অংশে দেখা যাচ্ছে, দুই সাংসদের চোখ বন্ধ হয়ে এসেছে ৷ সেই অংশই তুলে ধরেন বিজেপির আইনজীবী নেতা ৷ তারই জবাব দেন কুণাল ৷