সন্দেশখালি, 3 জুন: সন্দেশখালি আছে সন্দেশখালিতেই ! ভোট পরবর্তী হিংসা ও অশান্তি লেগেই রয়েছে সেখানে ৷ রবিবার রাতে সন্দেশখালিতে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ হামলার হাত রেহাই পাননি ওই বিজেপি কর্মীর স্ত্রীও ৷ স্বামীকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মার খান তিনি ৷ অভিযোগ বাঁশ, লাঠি, কোদালের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় বিজেপি সমর্থক ওই দম্পতিকে ৷ ঘটনার জেরে সোমবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধেও হামলার অভিযোগ এনেছে শাসক শিবির ৷
সপ্তম দফার ভোটে দিনভর উত্তপ্ত হয়ে উঠেছিল বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি ৷ হামলা, মারধর, পুলিশকে ঘিরে বিক্ষোভ, অবরোধ কিছুই বাদ যায়নি সেদিন ৷ সেই রেশ এখনও চলছে ৷ রবিবারই সন্দেশখালির আগারহাটিতে গ্রামে পুলিশের অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ৷ পুলিশ-র্যাফকে ঘিরে রীতিমতো ক্ষোভ উগরে দেন গ্রামের মহিলারা ৷ এমনকি, ধাওয়া করে পুলিশের গাড়ি থেকে আটক এক গ্রামবাসীকে ছিনিয়েও নেন মহিলারা ৷ সেই ঘটনায় নিয়ে রীতিমতো তেতে ছিল আগারহাটির মণ্ডল পাড়া ৷
তারই মধ্যে এবার খুলনা গ্রাম পঞ্চায়েতের নেতাই মোড় এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ বিজেপি কর্মী স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে খুলনা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধে ৷ ঘটনার জেরে আতঙ্কিত বিজেপি সমর্থক ওই দম্পতি ৷ ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা ৷ ভোটের ফলাফলের পর কী হবে ? এই ভেবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত থেকে বাঁচানোর আকুল আর্তিও জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী ৷