পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা ও মানিব্যাগ দিয়ে ভোট কেনার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে লকেট - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Locket Chatterjee: নববর্ষ উপলক্ষে সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া প্লাস্টিকের ম্যানি ব্যাগ দিচ্ছে তৃণমূল। ফলত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করছেন বিজেপি প্রার্থী।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 10:14 AM IST

লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

হুগলি, 22 এপ্রিল: টাকা নিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল। তাই ম্যানিব্যাগ বিলি করছে হরিপাল ও সিঙ্গুরে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, নববর্ষ উপলক্ষে তৃণমূলের প্রতীক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি প্লাস্টিকের ম্যানিব্যাগ দিচ্ছে তৃণমূল। এতেই ভোটারদের বাড়ি বাড়ি টাকা পৌঁছে দিচ্ছে তারা। বিশেষ করে মহিলা ভোটারদের টার্গেট করছে তারা, এমনটাও অভিযোগ হুগলির বিদায়ী সাংসদের।

পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দায়ের করেছেন বলেও জানান লকেট। রবিবার হুগলি বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিকদের লকেট চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল হরিপাল, সিঙ্গুরে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মানিব্যাগ দিচ্ছে। ব্যাগে কী ছিল তা মহিলারা বলতে চাননি। তবে এর মধ্যে টাকাই থাকবে। টাকা দিয়ে ভোট কিনতে চাইছে ওরা। ব্যাগে লেখা আছে নববর্ষের উপহার। এইরকম উপহার তো অনেকেই দিতে পারে। কিন্তু এখন নির্বাচন আচরণ বিধি চালু আছে, সেই বিধি ভঙ্গ করা হয়েছে। আমরা কমিশনে নালিশ জানাচ্ছি।" এখানে প্রতিকার না-পেলে কলকাতায় নির্বাচন কমিশনে যাবেন বলে দাবি লকেটের।

এর পালটা জবাবে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারপার্সন অসীমা পাত্র বলেন, "লকেট চট্টোপাধ্যায় তো এসব বলবেন ৷ কারণ তিনি তো মানি দিয়ে ভোট কেনেন। 2019 সালে কোটি কোটি টাকা খরচা করেছিলেন। আবার 2024 সালে ছেলেদের টাকা দিয়ে ভোট কিনছেন। তৃণমূলের ভোট কেনার জন্য মানুষকে টাকা দিতে হয় না ৷ পশ্চিমবঙ্গের জনগণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে যা প্রকল্পের সুবিধা পেয়েছে তাতে উন্নয়নে ভোট দেবে। তাই তৃণমূলকে টাকা দিতে হয় না। বিজেপির গাড়ি থেকেই টাকা পাওয়া যাচ্ছে। বিজেপি ধমকে চমকে টাকা নেয় হাজার হাজার কোটি টাকা তাদের ফান্ডে নিচ্ছে এটা তৃণমূলের প্রয়োজন হয় না।"

লকেট এদিন আরও একটি চিঠি দেখিয়ে নিয়োগ দুর্নীতির সঙ্গে হুগলির একাধিক তৃণমূলের নেতার নাম বলেন। তিনি আরও বলেন, "নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল গ্রেফতার হয়েছে। অয়নকে টাকা তুলে দিয়েছিল তৃণমূলের অনেকেই। তাদের মধ্যে দেবানন্দপুরপুরের তৃণমূল নেতা শ্রীকুমার চট্টোপাধ্যায় ছিলেন। চাকরি দিতে না-পারায় শ্রীকুমার তাঁর ছেলে রূপকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে আত্মহত্যা করেন।" লকেটের অভিযোগ, তৃণমূলের আরও অনেকে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ছায়া শান্তিপুরে ! ঘরে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি, ফের অভিযুক্ত তৃণমূল
  2. বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে এসেছি ; পাণ্ডুয়ায় প্রচারে বললেন রচনা

ABOUT THE AUTHOR

...view details