মালদা ও কলকাতা, 19 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বুধবারও বিপর্যস্ত ট্রেন চলাচল ৷ ঘটনার তিনদিন পরেও বিধ্বস্ত রেল পরিষেবা ৷ দুর্ঘটনাস্থলে আপ ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও অনেক ট্রেন নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক দেরিতে চলাচল করছে ৷ এরই মধ্যে বুধবার দক্ষিণ পূর্ব ও পূর্বরেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বেশ কিছু ট্রেনের সময় বদলানোর কথা ঘোষণা করা হয়েছে ৷
রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে :
- 19 জুনের 13147 নং শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস নির্ধারিত সময় সন্ধ্যে 7টা 40 মিনিটের পরিবর্তে রাত দু'টোয় ছাড়বে ৷
- 13149 নং শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস রাত 8টা 35 মিনিটের পরিবর্তে ছাড়বে রাত 12টা 15 মিনিটে ৷
- 12377 নং শিয়ালদা-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস রাত 11টা 20 মিনিটের পরিবর্তে রাত 3টে 30 মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ৷
- 12345 হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস বিকেল 4টে 5 মিনিটের বদলে পরদিন ভোর পাঁচটায় হাওড়া থেকে ছাড়বে ৷
- 12041 হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস দুপুর 2টো 25 মিনিটের পরিবর্তে বিকেল 5টা 10 মিনিটে ছাড়বে ৷
- 13141 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস নির্ধারিত সময় বেলা তিনটের বদলে সন্ধ্যে 7টা 40 মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ৷