জলপাইগুড়ি, 17 জানুয়ারি: আয়ূষ চিকিৎসা পদ্ধতির সাতটি পাতা বা বিভাগের অন্যতম 'সোয়া রিগপা' পদ্ধতি ৷ আয়ূষের এই চিকিৎসা তিব্বতী গাছ-গাছড়া ও মিনারেলের মাধ্যমে করা হয় ৷ মূলত পাহাড়ি এলাকা যেমন, সিকিম, লাদাখ, অরুণাচলপ্রদেশ, হিমাচলপ্রদেশ, কালিম্পংয়ে প্রচলিত ৷ সেই চিকিৎসা পদ্ধতি খুব তাড়াতাড়ি চালু হবে জলপাইগুড়ির সালুগাড়াতে ৷
সরকারি নিয়ম মেনে সালুগাড়ায় দু’একর জমিতে চালু হবে তিব্বতী মেডিসিনের কলেজ ৷ এমনটাই জানালেন, চ্যাংপরি টিবেটিয়ান মেডিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর ডা. টিনলে পি ট্রোগাওয়া ৷ যার প্রচার শুরু করল রাজ্য আয়ূষ বিভাগ ৷ জলপাইগুড়ি জেলা আয়ূষ বিভাগের উদ্যোগে আয়ূষ মেলায় তিব্বতী এই মেডিসিনের স্টল দেওয়া হয়েছে ৷ তিনদিনের এই আয়ূষ মেলায় বিনামূল্যে সোয়া রিগপা চিকিৎসার বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে ৷
আয়ূষের সাতটি পাতার অন্যতম এই তিব্বতী সোয়া রিগপা চিকিৎসা পদ্ধতি ৷ (ইটিভি ভারত) তবে, তিব্বতী মেডিসিনের যে কলেজটি সালুগাড়াতে হচ্ছে, সেটি নতুন নয় ৷ গোটা দেশে মোটি সাতটি কলেজ রয়েছে সোয়া রিগপা চিকিৎসা শাস্ত্রের ৷ যার অন্যতম একটি চ্যাংপরি টিবেটিয়ান মেডিক্যাল ইনস্টিটিউট ৷ যা দার্জিলিংয়ের তাগদায় রয়েছে ৷ সেটি এবার সালুগাড়ায় স্থানান্তরিত হবে ৷ এতদিন ধরে এই কলেজটি বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্টের টাকায় চলছে ৷ পড়ুয়াদের থাকা-খাওয়াও বিনামূল্যে দেওয়া হয় ৷ তিব্বতী সোয়া রিগপা আয়ূষ শাস্ত্রের অন্তর্গত হওয়ায়, চ্যাংপরি টিবেটিয়ান মেডিক্যাল ইনস্টিটিউট সরকারি সাহায্য পাবে ৷
সোয়া রিগপার চ্যাংপরি টিবেটিয়ান মেডিক্যাল ইনস্টিটিউটের স্টলে উৎসাহী মানুষের ভিড় ৷ (নিজস্ব ছবি) কিন্তু, সেখানে একটি সমস্যা রয়েছে ৷ যা নিয়ে ইনস্টিটিউটের ডিরেক্টর ডা. টিনলে পি ট্রোগাওয়া বলেন, "দার্জিলিংয়ের ক্যাম্পাসে আমরা সরকারি সাহায্যের জন্য ক্রাইটেরিয়া পূরণ করতে পারছি না ৷ তাই সালুগাড়াতে দুই একর জমিতে আমরা নতুন ক্যাম্পাস শুরু করব সরকারি নিয়ম মেনে ৷ সবরকম সুযোগ সুবিধা থাকবে ৷ এতে আমরা ফান্ড পাব ৷ তখন আমরা সরকারি নিয়মে 15 জন ছেলেমেয়েকে পড়াতে পারব বছরে ৷"
এ নিয়ে জেলা আয়ূষ আধিকারিক কল্যাণ মুখোপাধ্যায় জানান, "আয়ূষ পদ্ধতিতে চিকিৎসা ও যোগাতে মানুষের সচেতেনতা বেড়েছে । তিব্বতী মেডিসিনের প্রচার না-থাকলেও, এই মেডিসিন পাহাড়ি এলাকায় খুবই উপযোগী ৷ পাহাড়ে প্রচুর মানুষ এই পদ্ধতিতে চিকিৎসা নিতে আসেন ৷ আয়ূষ পদ্ধতির মধ্যে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, যোগা, সিদ্ধার মতো তিব্বতী মেডিসিন সোয়া রিগপা আয়ূষ চিকিৎসা পদ্ধতির অন্তর্গত ৷ দার্জিলিং জেলায় তাগদাতে এই সেন্টার থাকলেও, জলপাইগুড়ি জেলার সালুগাড়াতে তিব্বতী মেডিসিনের কলেজ তৈরির প্রস্তাব রয়েছে ৷
তিব্বতী সোয়া রিগপা মেডিসিনের প্রচার ৷ (নিজস্ব ছবি) জলপাইগুড়ির আয়ূষ চিকিৎসক ডা. অনুপম মুখোপাধ্যায় বলেন, "হিমালয়ান বেল্টের মধ্যে গাছগাছরা দিয়ে ওষুধ তৈরি হয় ৷ আয়ূষ পদ্ধতির মধ্যে সোয়া রিগপা তিব্বতী মেডিসিনের প্রচার করা হচ্ছে ৷ তিন হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি এটি ৷ আমরা আয়ূষ মেলায় এর প্রচার চালাচ্ছি ৷ মূলত আয়ুর্বেদের সঙ্গে এই চিকিৎসা পদ্ধতির মিল রয়েছে ৷ বিশেষ করে পাহাড়ি এলাকায় বেশি চাহিদা এই মেডিসিনের ৷ চা-পাতা ও তেলের মাধ্যমে ওষুধ তৈরি করা হয় ৷"