পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলে ভাগ্য নির্ধারণ বাংলার 507 প্রার্থীর, গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election Results 2024: মঙ্গলবার ভাগ্য নির্ধারণ হতে চলেছে বাংলার 507 জন প্রার্থীর ৷ গণনাকেন্দ্রে রাখা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ৷ রাজ্যের 42টি আসনের ভোটগণনা করা হবে 55টি গণনাকেন্দ্রে ।

ETV BHARAT
মঙ্গলে ভাগ্য নির্ধারণ বাংলার 507 প্রার্থীর (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 5:40 PM IST

Updated : Jun 3, 2024, 7:55 PM IST

কলকাতা, 3 জুন: রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল । ভাগ্য নির্ধারণ হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর । দেশের পাশাপাশি রাজ্যের 42টি আসনের ভোটগণনা হবে 55টি গণনাকেন্দ্রে । আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার রাজ্যে 507 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে । ভোটগণনা কেন্দ্রের বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ।

গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা (নিজস্ব ভিডিয়ো)

সারা দেশজুড়ে 543টি লোকসভা আসনের গণনা মঙ্গলবার । পশ্চিমবঙ্গে 42টি আসনের গণনা হবে । জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে গণনাকেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত জারি থাকছে 144 ধারা । বাইরের দিকে প্রথমে থাকছে লাঠিধারী পুলিশ । তার পরে অর্থাৎ মাঝখানে থাকছে স্টেট আর্মড পুলিশ ফোর্স । একেবারে ভেতরে সারিতে থাকছে কেন্দ্রীয় বাহিনী (সিএপিএফ)। 55টি গণনাকেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন থাকছে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 2525 জন রাজ্য পুলিশ ।

গণনাকেন্দ্রে প্রতি বিধানসভার জন্য একজন করে পর্যবেক্ষক থাকবেন । গণনাকেন্দ্রে শুধুমাত্র পর্যবেক্ষকরাই মোবাইল ব্যবহার করতে পারবেন । গোটা গণনাকেন্দ্র এবং তার চারপাশ সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে । তবে গণনাকেন্দ্রে আগামিকাল ওয়েব কাস্টিং হচ্ছে না । গণনা শুরু হবে সার্ভিস ভোটারদের ব্যালট নিয়ে । পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবার ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করতে পারবেন রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা । শুধুমাত্র সাদা কাগজ ও পেন নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে । যদি কারও কাছে মোবাইল থাকে, সে ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী তা বাজেয়াপ্ত করবে এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী তাঁর জেল বা জরিমানাও হতে পারে ।

নির্বাচনের আরও খবর জানতে পড়ুন

অন্যদিকে, কোনও সরকার পোষিত বা সাম্মানিক সরকারি ভাতাপ্রাপ্ত স্কুলের শিক্ষক, কর্মী, চুক্তিভিত্তিক কর্মীরা গণনাকর্মী হতে পারবেন না । বেতনভুক সরকারি কর্মীরাই গণনাকর্মী হতে পারবেন । গণনা কর্মীদের সরকারি পরিচয়পত্র থাকতে হবে । শুধুমাত্র প্রার্থী অথবা তাঁর নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন । তবে এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া আর কোনও টেবিলে যেতে পারবেন না এবং কোথাও ঘুরে বেড়াতে পারবেন না। একবার গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গেলে, আর কেউ ভিতরে ঢুকতে পারবেন না । শুধুমাত্র অবজারভার ও রিটার্নিং অফিসারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না ।

অন্যদিকে, মাইক্রো অবজারভার-সহ মোট গণনাকর্মী 25 হাজারেরও বেশি । স্ট্রংরুম থাকছে 394টি । গণনা হল মোট 418টি । গণনার জন্য মোট টেবিল 4944টি । সবচেয়ে বেশি গণনা হবে 23 রাউন্ড । শীতলকুচি (310 ভোটকেন্দ্র) ও দিনহাটা (318 ভোটকেন্দ্র) বিধানসভা কেন্দ্রে । সবচেয়ে কম ভোট গণনার রাউন্ড 9 (দার্জিলিং লোকসভার চোপরা বিধানসভা কেন্দ্রে ভোটকেন্দ্র 251 )।গণনার কাজের জন্য নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের সংখ্যা 418 জন ।

Last Updated : Jun 3, 2024, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details