পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতার 3 তলা বাড়ি, স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায় - AWAS YOJANA LIST

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের বিত্তশালী পরিবার । বর্তমানে প্রাইভেট ফার্মে চাকরি করেন তিনি । বেশকিছু সম্পত্তিরও মালিক ।

Awas Yojana
আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতার স্ত্রীর নাম (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 2:21 PM IST

কুলপি, 2 ডিসেম্বর: তিনতলা বাড়ি রয়েছে ৷ সেই তৃণমূল নেতার স্ত্রীর নাম এবার স্থান পেল আবাস যোজনার তালিকায় ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের কাটাবেনিয়া গ্রামে ৷ আবাস যোজনার তালিকায় নাম নিয়ে দলবাজি আর পক্ষপাতিত্বের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ।

তিনতলা বাড়ির মালিক তথা স্থানীয় তৃণমূল নেতার নাম তাপস চট্টোপাধ্যায় । এলাকাবাসীর অভিযোগ, শাসকদলের নেতা হওয়ার সুবাদে প্রশাসনের আমলারা তিনতলা-দোতলা পাকা বাড়ির মালিকদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তুলেছেন । যাঁরা সার্ভে করেছেন, তাঁরা পাশের গোয়ালঘর বা অন্য কোনও রান্নাঘর দেখিয়ে তাপস চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম আবাসের তালিকায় তুলেছেন বলে দাবি বিরোধীদের ।

আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপস চট্টোপাধ্যায়ের বিত্তশালী পরিবার । বর্তমানে প্রাইভেট ফার্মে চাকরি করেন তিনি । বেশকিছু সম্পত্তিরও মালিক । বিশাল বড় বাড়ি রয়েছে তাঁর ৷ বাড়িটির দোতলা হওয়ার পর তিনতলার কাজও প্রায় শেষের পথে । তিনিও আবাস যোজনা ঘর পাচ্ছেন বলে অভিযোগ ।

গ্রামবাসীদের আরও অভিযোগ, যাঁরা প্রকৃত গরিব মানুষ, মাটির বাড়ি ও খড়ের ছাউনিতে কষ্টে আছেন, তাঁদের এই সদ্য প্রকাশিত তালিকা থেকে নাম বাদ গিয়েছে । অথচ প্রকৃত গরিব হিসাবে চিহ্নিত হয়ে তাঁরা তালিকাভুক্ত হয়েছিলেন আগের তালিকায় । আগামিদিনে যদি তদন্ত করে পুনরায় তাঁদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন গরিব মানুষেরা ।

তিনতলা বাড়ির মালিক তৃণমূল নেতার স্ত্রীর নাম আবাসের তালিকায় (নিজস্ব ছবি)

যদিও তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা জানান, এই তিনতলা বাড়ি অনেক কষ্ট করে করেছেন তাঁরা । আগে এমন ঘরবাড়ি ছিল না তাঁদের । তাই আবাস যোজনায় নাম লিখিয়েছিলেন । এখন আর সরকারি সাহায্যের প্রয়োজন নেই । তাই আবাস যোজনার আসা নাম তাঁরা কাটিয়ে দেবেন ৷

কুলপি ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার বলেন, "2018 সালে এই আবাস যোজনা তালিকায় নাম ছিল অনিন্দিতা চট্টোপাধ্যায়ের ৷ সেই সময়কালে নতুন করে সার্ভে না করার কারণে ওঁর নাম বাদ দেওয়া হয়নি । 2024 সালে নতুন করে সার্ভে শুরু হয়েছে ৷ অবশ্যই সমস্ত দিক খতিয়ে দেখে যাঁরা প্রকৃত প্রাপক রয়েছেন তাঁদেরকেই এই আবাস যোজনার সুবিধা দেওয়া হবে । বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।"

তৃণমূল নেতার বাড়ি (নিজস্ব ছবি)

স্থানীয় বাসিন্দা সুব্রত তাঁতি বলেন, "এ রাজ্যে এটাই জানা কথা, শাসকদলের সঙ্গে ঘুরলে সমস্ত কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় । এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ ।'

বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী রাজেশ চক্রবর্তীর কথায়, "তৃণমূল করলে সমস্ত কিছুই সম্ভব । আমরা এই দুর্নীতির কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাব । রাজ্যে আবাস যোজনার ঘর নিয়ে একাধিক দুর্নীতি হচ্ছে । শাসকদল সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত । প্রকৃত প্রাপকরা এই আবাস যোজনার প্রকল্প থেকে তাঁদের প্রাপ্য ঘরটুকুও পাচ্ছেন না । তৃণমূলের নেতারা সমস্ত কিছুই আত্মসাৎ করছেন ।"

ABOUT THE AUTHOR

...view details