পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় সাসপেন্ড তিন রেলকর্মী - Kanchanjunga Express Accident - KANCHANJUNGA EXPRESS ACCIDENT

Kanchanjunga Express Accident Update: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ আগেই উঠেছিল ৷ ঘটনার তদন্তের পর দোষীদের সাসপেন্ড করল রেল কর্তৃপক্ষ ৷

Kanchanjunga Express Accident
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 6:19 PM IST

Updated : Jul 9, 2024, 7:09 PM IST

দার্জিলিং, 9 জুলাই: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় তিন রেলকর্মীকে সাসপেন্ড করল রেল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির অভিযোগে মঙ্গলবার ওই তিনজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির গার্ড বিকে শর্মা, রাঙাপানি স্টেশনের সিগন্যাল টেকনিশিয়ান তপন সিংহ ও ট্র‍্যাক টেকনিশিয়ানকে সাসপেন্ড করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "রেল দুর্ঘটনায় সেফটি কমিশনার তদন্ত করছেন। তিনিই সব পদক্ষেপ করছেন।"

অন্যদিকে, সোমবার থেকেই উত্তর পূর্ব সীমান্ত রেলের হেড কোয়ার্টার মালিগাঁওয়ে তদন্ত শুরু করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। তিনি রাঙাপানির স্টেশন মাস্টার, চটেরহাটের স্টেশন মাস্টার, এনসি 8 নম্বর গেটম্যান, আলিপুরদুয়ার ডিভিশনের মাল্টিডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও চিফ ইন্সট্রাক্টরকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে ।

রেল সূত্রে খবর, মালগাড়ির চালক অনিল কুমার দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গিয়েছেন। সহকারী চালক মনু কুমার বর্তমানে মালিগাঁওয়ে রেলের হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেন জনক কুমার গর্গ। দুর্ঘটনার পিছনে মালগাড়ির গার্ডের গাফিলতির অভিযোগ মিলেছে। মেমো সিগন্যালিংয়ের ক্ষেত্রে এবং ট্র‍্যাক সিগন্যালিং ক্লিয়ারেন্সের বিষয়টি নিশ্চিত হওয়া নিয়ে তাঁর গাফিলতি রয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে, অটোমেটিক সিগন্যালিং দুর্ঘটনার দিন সকাল থেকে খারাপ হওয়ার পর তা মেরামত করা ও ম্যানুয়াল সিগনালিংয়ের ক্ষেত্রে রাঙাপানি স্টেশনের সিগন্যাল টেকনিশিয়ান তপন সিংহের গাফিলতির অভিযোগ মিলেছে বলে জানা গিয়েছে। শিলিগুড়িতে এডিআরএমের কার্যালয়ে টানা তদন্তের পর এই সিদ্ধান্ত নিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। এছাড়াও একজন ট্র‍্যাক টেকনিশিয়ানকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, 17 জুন জলপাইগুড়ি রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একই লাইনে চলে আসে একটি মালগাড়ি ৷ গতি বেশি থাকায় সেটি পিছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ৷ ঘটনায় মালগাড়ির চালক-সহ মৃত্যু হয় 10 জনের ৷

Last Updated : Jul 9, 2024, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details