পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি ফেরার পথে লরির ধাক্কা, বাবা-মা ও মেয়ের মৃত্যু

বাঁকুড়ার তালডাংরায় পথ দুর্ঘটনা ৷ লরির ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের ৷ পলাতক চালক ও খালাসি ৷ লরিটিকে আটক করে তদন্ত শুরু পুলিশের ৷

Bankura Road Accident Death
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

তালডাংরা, 26 নভেম্বর: শ্বশুরবাড়ি থেকে আর নিজের বাড়ি ফেরা হল না শ্রীমন্তর ৷ মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল স্ত্রী, মেয়ে ও তাঁর ৷ বাঁকুড়ার তালডাংরা সাবড়াকোন রাজ্য সড়কের উপর রুকনি খাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে ৷ মৃতদের নাম শ্রীমন্ত মুর্মু (35), সরস্বতী মুর্মু (35), অলকা মুর্মু (10) ৷

এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ সেই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । ঘাতক লরিটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক । তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷ কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

জানা গিয়েছে, মৃতদের বাড়ি ওন্দা থানার আড়াডাঙা গ্রামে । মঙ্গলবার বিকেলে তালডাংরা থানার শ্যামপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাইকে স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের ওন্দার বাড়িতে ফিরছিলেন শ্রীমন্ত ৷ রুকনি খাল এলাকায় তালডাংরা থেকে সাবড়াকোনগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় তাঁর বাইকের ৷ দেখামাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন ৷ খবর দেওয়া হয় তালডাংরা থানায় ৷

সিগনালে দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা লরির ! উত্তেজিত জনতাকে থামাতে লাঠিচার্জ পুলিশের

এরপর পুলিশ তিন জনকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন ৷ এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মিলন মাণ্ডি জানান, স্বামী এবং স্ত্রীর মৃত্যু ঘটনাস্থলে হলেও তাঁদের মেয়েটি বেশ কিছুক্ষণ বেঁচে ছিল । হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় । খবর পেয়ে আত্মীয়-স্বজনরা আসেন হাসপাতালে ।

ABOUT THE AUTHOR

...view details