কলকাতা, 6 ফেব্রুয়ারি: শীঘ্রই চালু হতে পারে মেট্রোর নয়া তিনটি রুটের পরিষেবা ৷ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গ্রিন লাইন, তারাতলা থেকে মাঝেরহাট ও কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা । সোমবার মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের পরিদর্শন করলেন চিফ সেফটি কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ । মঙ্গলবার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় রুট পর্যন্ত পরিদর্শন করবেন । এর আগে রবিবার নবনির্মিত তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রোর কাজ পরিদর্শন করেন তিনি ।
স্টেশন থেকে শুরু করে ট্র্যাক এবং তার সঙ্গে ট্রায়াল রান, সবটাই সম্পূর্ণ হয়েছে সফলভাবে । তাই এবার এই লাইনে যাত্রী পরিষেবা চালু করার অনুমতি চেয়ে রেলবোর্ডের কাছে আবেদন করেছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । দেশের মধ্যে প্রথম নদীর নিচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্র্যাক পরিদর্শন করলেন সিসিআরএস জনক কুমার গর্গ ও তাঁর দল । হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত তাঁরা ট্রলি ইন্সপেকশন করেন । সোমবার সকালে সিসিআরএস ও তাঁর পরিদর্শক দল হাওড়া ময়দান স্টেশন থেকে ট্রলি পরিদর্শন শুরু করেন এবং এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত যান । হুগলি নদীর নিচে টানেল, ট্র্যাক, টানেলের বায়ু চলাচল ব্যবস্থা-সহ সুড়ঙ্গের আলোর ব্যবস্থা খতিয়ে দেখেন কুমার গর্গ নিজে ।