পশ্চিমবঙ্গ

west bengal

বউবাজারের ছায়া সল্টলেকে, মোবাইল চোর সন্দেহে তরুণকে পিটিয়ে খুন ; গ্রেফতার তিন - Man Lynched in Salt Lake

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 3:45 PM IST

Updated : Jun 29, 2024, 6:58 PM IST

Man Beaten To Death: বউবাজারের ঘটনার রেশ এখনও টাটকা ৷ এরইমধ্যে শনিবার সকালে একই কারণে পিটিয়ে খুন সল্টলেকে ৷ তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগে 3 জনকে গ্রেউতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ৷

Man Beaten To Death
ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা (ইটিভি ভারত)

সল্টলেক, 29 জুন: দিনকয়েক ধরে শিশুচোর সন্দেহে লাগাতার গণপিটুনির ঘটনা ঘটছে রাজ্যজুড়ে ৷ শুক্রবার সন্ধ্যায় সেই আঁচ এসে পড়ে শহর কলকাতায় ৷ বউবাজারে মোবাইল চোর সন্দেহে ছাত্রাবাসে নিয়ে গিয়ে গণপ্রহার করা হয় এক ব্যক্তিকে ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় টিভি মেকানিক ইরশাদ আলমের (47) ৷ মর্মান্তিক সেই ঘটনার পুনরাবৃত্তি ঠিক পরদিন সকালেই ৷ অকুস্থল এবার সল্টলেক ৷ মোবাইল চোর সন্দেহে সেখানে পিটিয়ে খুন করা হল এক তরুণকে ৷

পুলিশ সূত্রে খবর সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইটে শনিবার গণপিটুনিতে মৃতের নাম প্রসেন মণ্ডল (22)। এদিন ভোরে করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে থানায় খবর যায় এক ব্যক্তি একটি যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। মৃত ব্যক্তিকে নিয়ে আসা হর্ষিত সরকারকে আটকে রাখা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ৷ এরপর খবর দেওয়া হলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকার করে নেয় হর্ষিত ৷ পুলিশকে হর্ষিত জানায়, শনিবার ভোরে মোবাইল চুরির অভিযোগে প্রসেন মণ্ডলকে সে, তার ছেলে এবং এক বন্ধু মিলে ব্যাপক মারধর করে। মারধরের কারণে মৃত্যু হয় প্রসেন মণ্ডলের ৷ হর্ষিতকে জিজ্ঞাসাবাদ করেই বাকি দুই অভিযুক্তের খোঁজ পায় পুলিশ ৷ বাকি দু'জনের নাম তপন সরকার ও শ্রীদাম মণ্ডল ৷ তিনজনকেই পুলিশ পরবর্তীতে গ্রেফতার করে ৷ ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Last Updated : Jun 29, 2024, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details