পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গৌড় এক্সপ্রেসের এসি কামরায় চুরি ! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা - Theft in Gour Express - THEFT IN GOUR EXPRESS

Theft in Gour Express: চলন্ত ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় চুরির অভিযোগ গৌড় এক্সপ্রেসে ৷ আতঙ্কিত যাত্রীরা ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা জিআরপি থানা ৷

Theft in Gour Express
গৌড় এক্সপ্রেসের এসি কামরায় চুরি ! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 7:55 PM IST

গৌড় এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় চুরি

মালদা, 20 এপ্রিল: গৌড় এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থেকে চুরির অভিযোগ ৷ এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে । প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়েও । এই ঘটনায় ইতিমধ্যে মালদা জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে সাঁইথিয়া জিআরপি থানার সঙ্গে যোগযোগ করে তদন্ত শুরু করেছে মালদা জিআরপি থানার পুলিশ ।

কলকাতার মেট্রোপলেটিন কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাসিন্দা সৌমেন্দ্রনারায়ণ ঘোষ । মালদা শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনিতেও তাঁর একটি ফ্ল্যাট রয়েছে । প্রতিমাসে একবার করে মালদার ফ্ল্যাটে আসেন সৌমেন্দ্র । শুক্রবার রাতে তিনি গৌড় এক্সপ্রেস ধরে মালদায় আসছিলেন । সে সময় চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে ৷

সৌমেন্দ্র বলেন, "গতকাল রাতে আমি শিয়ালদা স্টেশন থেকে গৌড় এক্সপ্রেস ধরে মালদা আসছিলাম । দ্বিতীয় এসির 3-এ কোচে আমার সিট ছিল । ট্রেনে উঠে আমি সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়ে যাই । প্রায় পৌনে চারটে নাগাদ আমার ঘুম ভাঙে । ট্রেন সেই সময় পাকুড় স্টেশনে ঢোকার মুখে । সেই সময় দেখি আমার পিঠে নেওয়ার ব্যাগটা নেই । ব্যাগে আমার প্যান্ট ছিল, মানিব্যাগ ছিল । মানি ব্যাগে কিছু নথিপত্র, ক্রেডিট কার্ড দেশি ও বিদেশি টাকা, তিনটে মোবাইল একটি ট্যাব, দুটো খামের মধ্যে 69 হাজার 800 টাকা ছিল । ব্যাগ দেখতে না পেয়ে আমি ট্রেনের টিটিকে খুঁজতে শুরু করি । ওনাকে খুঁজে সমস্ত বিষয় জানাই । আমার সঙ্গে একটি ট্রলি ব্যাগ ছিল । সেটা চেন দিয়ে সিটের তলায় বাঁধা ছিল । ট্রেনের নিরাপত্তারক্ষীরা সেই তালা ভেঙে ট্রলি নেওয়ার ব্যবস্থা করে দেন ।"

তাঁর কথায়, "আজ সকালে মালদা টাউন স্টেশনে নেমে জিআরপি থানায় অভিযোগ জানিয়েছি । দীর্ঘদিন ধরে গৌড় এক্সপ্রেসে যাতায়াত করছি । কিন্তু কোনও দিন আমার সঙ্গে এ ধরণের ঘটনা ঘটেনি । এই ঘটনায় আমি রীতিমতো আতঙ্কে রয়েছি । এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে ট্রেনে নিরাপত্তায় কতটা গাফিলতি রয়েছে ।"

আরও পড়ুন:

  1. পুলিশের জালে এমএ পাশ চোর, 200টি চুরিতে অভিযুক্ত ক্লিপ্টোম্যানিয়াক সৌমাল্য
  2. তালা ভেঙে শিক্ষিকার ফ্ল্যাটে হানা, বাঁকুড়া পুলিশের জালে এমএ পাশ চোর
  3. ছিনতাইবাজের ফাঁদে সরকারি দফতরের 'দুর্নীতিগ্রস্ত' আধিকারিকরা, গ্রেফতার ছিঁচকে চোর

ABOUT THE AUTHOR

...view details