পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরও নামবে পারদ, 18 ডিগ্রিতে পৌঁছবে কলকাতার তাপমাত্রা - WEST BENGAL WEATHER

চলতি মাসের তৃতীয় সপ্তাহে শীতের আমেজ মিলতে শুরু করবে । কিন্তু, শীতের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ।

West Bengal Weather Update on Sunday
18 ডিগ্রিতে পৌঁছবে কলকাতার তাপমাত্রা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 6:38 AM IST

কলকাতা, 17 নভেম্বর: অগ্রহায়নের শুরুতেই জোরালো হিমের পরশ বঙ্গে । শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 20 পেরিয়ে উনিশে নেমে গিয়েছিল । রবিবার পারদ পতন অব্যহত, যা হিমেল হেমন্তের আমেজ এনেছে বাংলার জনজীবনে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে ঠান্ডার আমেজ বেশ ভালো রকম পাওয়া যাবে ।

গতকালের মতো আজও কলকাতা এবং প্বার্শবর্তী জেলায় ঠান্ডা অনুভূত হবে । আজ রবিবার দিনের আকাশ পরিস্কার । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ইতিমধ্যে বাতাসে শুষ্কতার কারণে ত্বকে টান পড়তে শুরু করেছে । জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে 15 ডিগ্রির চেয়েও কমে গিয়েছে । দার্জিলিংয়ে 10 ডিগ্রি, পুরুলিয়ায় 18 ডিগ্রি, কৃষ্ণনগরে 20 ডিগ্রি এবং বর্ধমানে 19 ডিগ্রিতে পারদ নেমেছে । রাতে তাপমাত্রা আরও কমছে ৷ ফলে সেখানে শীতের আমেজ যথেষ্ট ।

অগ্রহায়নের শুরুতেই ঝুপ করে পারদ পতনের কারণ উত্তর-পশ্চিম ভারতের ওপর দিয়ে শীতল হাওয়ার স্রোত বইছে । এর জেরে ওই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা আরও 2-3 ডিগ্রি নামতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস । এর প্রভাবে পূর্ব ভারতে আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি নামতে পারে । শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস, ?e স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93 শতাংশ এবং সর্বনিম্ন 34 শতাংশ ।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে পারদ পতন শুরু হবে । তৃতীয় সপ্তাহে শীতের আমেজ মিলতে শুরু করবে । বঙ্গে শীতের আগমনের কোনও নির্দিষ্ট দিন নেই । সাধারণত, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীত শুরু হয় বঙ্গে । তাই পারদ পতনে হেমন্তের হিমেল জোরালো অনুভূতিতে শীতবিলাসীরা খুশি হতে পারেন । কিন্তু, প্রকৃতপক্ষে শীতের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details