কলকাতা, 11 জানুয়ারি: বৃহস্পতি, শুক্রবার এবং শনিবার ঠান্ডার আমেজ ভালো রকম অনুভূত হয়েছে এবং হচ্ছেও । তবে আগামিকাল থেকে ফের ঠান্ডার বিরতি, সঙ্গে চড়বে তাপমাত্রার পারদ । পরশু পৌষ সংক্রান্তিতে হালকা বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই । সব মিলিয়ে পৌষমাস জুড়েই ঠান্ডার লুকোচুরি, যা শীতকে বঙ্গে জমিয়ে বসতে দিল না ।
গত বাহাত্তর ঘণ্টায় দক্ষিণবঙ্গে 3 ডিগ্রি পারদ পতন হয়েছে । আজ শনিবারও ঠান্ডার পরিস্থিতি চলবে । রবিবার থেকে ফের ঠান্ডা কমবে । কারণ, খলনায়ক হিসেবে উপস্থিত পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা । উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে । সর্বনিম্ন তাপমাত্রাও ইতিমধ্যে কমেছে । বিশেষ করে রাতের তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা নেমে যাচ্ছে । শুক্রবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে । আজ শনিবারও তাপমাত্রার পতন অব্যাহত থাকবে । তবে স্বাভাবিকের কাছে এলেও এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ।
কলকাতায় আজই শেষ ঠান্ডার আমেজ ? (ইটিভি ভারত)
পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে বাতাসের পথে কাঁটা ছড়ালেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই । উত্তরবঙ্গের পরিস্থিতি একটু আলাদা । সেখানে সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা । মাঝারি কুয়াশার সতর্কবার্তাও রয়েছে । গতকাল থেকে কুয়াশার দাপট অনেকটাই কমেছে । ফের তাপমাত্রা নামছে । বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা হুহু করে নামছে ৷ দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে পারদ শূন্য ডিগ্রি ছুঁয়ে ফেলেছে । আপাতত চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া । কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে । তাপমাত্রা নামবে কলকাতাতেও । ইতিমধ্যে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা । যদিও সপ্তাহান্তে অর্থাৎ রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে ।
কলকাতা এবং শহরতলিতে শনিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ।শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 50 শতাংশ ।