পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কিশোরকে নগ্ন করে গাছে বেঁধে মারধর, যৌন হেনস্তা ! গ্রেফতার অভিযুক্ত

সবজি চুরি দেখে ফেলায় কিশোরকে মারধরের অভিযোগ ৷ মারধর ও যৌন হেনস্তার ভিডিয়ো করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ তেহট্টের ঘটনায় শুরু তদন্ত ৷

SEXUAL ASSAULT WITH TEENAGE BOY
প্রতীকী ছবি (ইটিভি ভারত গ্রাফিক্স)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

নদিয়া, 26 অক্টোবর: মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল নদিয়ার তেহট্টের বেতাই ৷ সবজি চুরি দেখে ফেলায় 14 বছরের এক কিশোরকে সম্পূর্ণ উলঙ্গ করে গাছে ঝুলিয়ে মারধর এবং যৌন হেনস্তার অভিযোগ কলেজ পড়ুয়া এক তরুণের বিরুদ্ধে ৷ দিন পনেরো আগের সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যদিও, অভিযুক্ত তরুণের বাবার দাবি, তাঁর ছেলের বিরুদ্ধে চুরির মিথ্যে অভিযোগ করা হয়েছিল ৷

নির্যাতিত কিশোরের বাবা অভিযোগ করেছেন, তাঁর ছেলে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যেত ৷ সেখানেই ওই কিশোর অভিযুক্ত যুবককে একটি বাগান থেকে সবজি চুরি করতে দেখেছিল ৷ এরপর একদিন ওই বাগানের মালিকের নাতি তাঁর ছেলে-সহ কয়েকজনকে পাকড়াও করেন ৷ তারা সবজি চুরি করেছে কি না জিজ্ঞেস করা হয় ৷ তখন ওই কিশোর অভিযুক্ত তরুণের নাম বলে দেয় ৷

কিশোরকে নগ্ন করে গাছে বেঁধে মারধর, যৌন হেনস্তার অভিযোগ ৷ (ইটিভি ভারত)

অভিযোগ, এর পরেরদিন ওই কিশোর পুকুরে স্নান করতে গেলে, অভিযুক্ত তাঁকে ধরে নিয়ে যায় এবং নগ্ন করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয় ৷ কিশোরকে মারধর করার পাশাপাশি, তাকে যৌন হেনস্তাও করা হয় বলে অভিযোগ ৷ অভিযুক্ত তরুণের এক বন্ধু পুরো ঘটনার ভিডিয়ো করেছিলেন ৷ নির্যাতিত কিশোরের বাবা জানিয়েছেন, বাড়ি ফেরার পর থেকেই তাঁর ছেলে মনমরা হয়ে পড়েছিল ৷ সে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল ৷ জিজ্ঞেস করলেও কিছু বলেনি সে ৷ এরপর গত মঙ্গলবার স্থানীয় একজন ছেলের উপর হওয়া অত্যাচারের ভিডিয়োটি দেখিয়েছিলেন ৷

নির্যাতিত কিশোরের বাবা জানিয়েছেন, ভিডিয়ো দেখার পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন ৷ তেহট্ট থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে গত বুধবার অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ অন্যদিকে, অভিযুক্ত তরুণের বাবার দাবি, তাঁর ছেলেকে প্রায়শই চোর-চোর বলে ক্ষেপাতো ওই কিশোর ৷ চুরির অভিযোগও পুরোপুরি মিথ্যে ৷ তবে, তাঁর ছেলে যে ওই কিশোরকে নগ্ন করে গাছে ঝুলিয়ে মারধর ও যৌন হেনস্তা করেছেন, সেই ভিডিয়ো তিনি দেখেছেন বলে জানান ৷

প্রতিবেশীরা পুরো ঘটনার নিন্দা করেছেন ৷ তাঁদের দাবি, এমন মধ্যযুগীয় বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন ৷ কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, "অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ অভিযোগ প্রমাণ হলে, আইনত পদক্ষেপ করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details