মালদা, 3 মে: দেবের হেলিকপ্টারে বিভ্রাট ৷ মাঝ আকাশে ধোঁয়া দেখা যেতেই জরুরি অবতরণ করানো হল কপ্টারকে ৷ বিপদ থেকে রক্ষা পেয়েছেন তৃণমূল সাংসদ তথা ঘাটালের প্রার্থী ৷ ইটিভি ভারতকে দেব জানিয়েছেন যে, তিনি সুস্থই আছেন ৷ চপারের যান্ত্রিক ত্রুটির কারণে সড়কপথেই মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারের উদ্দেশে রওনা দেন দেব ।
ইটিভি ভারতকে এ ব্যাপারে দেব বলেন, "এ সব নিয়ে এখন কিছু বলতে চাইছি না । সুস্থ আছি, ভালো আছি । ভগবানের আশির্বাদ ও বাংলার মানুষের আর্শিবাদে এখন সব ঠিক আছে। এখন পরবর্তী কর্মসূচির উদ্দেশে সড়ক পথে রওনা দিচ্ছি । আধ ঘণ্টায় যেখানে পৌঁছনোর কথা ছিল সেখানে চার ঘণ্টা সময় লাগবে । দল কথা দিয়েছে, আমাকে সেই কথা রাখতেই হবে ।"
শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । এ দিন রতুয়া স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটা নাগাদ অবতরণ করে তাঁর হেলিকপ্টার । এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন দেব । উত্তর মালদার তৃণমূল মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি ।