তারকেশ্বর, 8 মার্চ: শিবচতুর্দশী উপলক্ষে তারকেশ্বরে সারা রাত চলবে পুজো অর্চনা। শুক্রবার সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় তারকেশ্বরে। পূণ্যার্থীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় দুধ-গঙ্গাজল ঢেলে পুজো দিচ্ছেন। ফল, দুধ, ঘি, মধু ও মিষ্টি নৈবিদ্যও সাজিয়ে দেওয়া হচ্ছে ভোলেবাবার উদ্দেশ্যে ৷ রাত 8টার পরও হবে বিশেষ পুজো, জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷
তারকেশ্বরের মন্দিরের পুরোহিত মণ্ডলির সভাপতি সন্দীপ চক্রবর্তী বলেন, "শুক্রবার শিবচতুর্দশী রাত 7.58 মিনিটে পড়লেও তারকেশ্বর মন্দিরের নিয়ম অনুযায়ী রাত 9.58 মিনিট থেকে বিবিধি নিয়ম পালন করা হবে ৷ প্রত্যেক বারের মতো এইবারেও চার প্রহরে পুজো হবে। লক্ষ লক্ষ ভক্তরা পুজো দিতে আসেন। আগামিকাল বিকাল 5টা পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশী। শিবরাত্রির জন্য ভোগ নিবেদন করা হয় না। শুক্রবার 10টার পর নির্দিষ্ট নির্ঘণ্ট অনুযায়ী তারকেশ্বরের মহন্ত মহারাজ মন্দির বন্ধ রেখে পুজো অর্চনা করবেন। এদিন সারা রাত ভক্তরা জল-ফুল, বেলপাতা দিয়ে পুজো করবেন।"
তারকেশ্বর মন্দিরের এক পুরোহিত জানিয়েছেন, শিবচতুর্দশী উপলক্ষে বিশেষ পুজো হবে ৷ শুধু এই রাজ্য থেকে নয়, ভিনরাজ্য থেকেও বহু পূণ্যার্থী এদিন মন্দিরে এসেছেন এবং আসছেন মহাদেবকে একটিবার দর্শন করার জন্য ৷ শিবলিঙ্গে জল ঢালার জন্য ৷ শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দির সারা রাত খোলা থাকবে। শেওড়াফুলি থেকে বহু ভক্ত গঙ্গা জল বাঁকে করে নিয়ে তারকেশ্বর পায়ে হেঁটে আসেন। অশান্তি এড়াতে ও নিরাপত্তার কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে মন্দির চত্ত্বরে।
পুরাণ অনুযায়ী, শিবরাত্রির দিন ভগবান শিব-পার্বতীর বিবাহ হয়েছিল। এইদিন নারী-পুরুষ নির্বিশেষে সারা দিন উপোস থেকে ভোলেবাবার পুজো করেন ৷ জাঙ্গিপাড়া থেকে এই প্রথম তারকেশ্বরে পুজো দিতে আসেন সৌমি পাল। তিনিও চান তাঁর মনের ইচ্ছাপূরণ করুক মহাদেব। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্নপ্রান্তে মহাশিবরাত্রি উৎসবে মেতে উঠেছেন সকলে ৷ 'তিনি একটি বেলপাতাতেই তুষ্ঠ', তাই ভোলেবাবাকে প্রসন্ন করতে বিশুদ্ধ মনে সকলেই বিশেষ দিনে আয়োজন করেছেন মহাপুজোর ৷