পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেল পুলিশের সাহায্যে তামিল গৃহবধূ ফিরল পরিবারে, খুশির হাওয়া

Tamil house wife return: ভীন রাজ্যের মানসিক ভারসাম্যহীন মহিলা ঘরে ফিরিয়ে দিল রেল পুলিশ ৷ বাড়ির সদস্যকে ফিরে পেয়ে খুশি ওই মহিলার পরিবার ৷ শুক্রবার তাঁকে পরিবারে হাতে তুলে দিয়েছে বাঁকুড়া পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 6:26 AM IST

Updated : Feb 10, 2024, 11:27 AM IST

রেল পুলিশের সাহায্যে তামিল গৃহবধূ ফিরল পরিবারে

বাঁকুড়া, 10 ফেব্রুয়ারি: তামিলনাড়ুর বাসিন্দা। কয়েকদিন আগে ট্রেনে চেপে বাঁকুড়ায় চলে এসেছিলেন। সেখানে স্টেশন চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ চাল চলনে মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ হয় পুলিশের ৷ বাঁকুড়ার ভেদুয়াশোল স্টেশনের অদূরে রেল ট্র‍্যাক থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল রেলপুলিশ ৷ এদিকে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ও তামিল হওয়ায় তাঁর কথাও বোঝা যায়নি ৷ তবে তাঁর কাছে একটি ফোন নম্বর থাকায়, সেই সূত্র ধরেই পুলিশ তাঁর পরিবারের খোঁজ শুরু করে ৷ শুক্রবার তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ৷

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 6 ফেব্রুয়ারি বাঁকুড়ার ভেদুয়াশোল স্টেশনের অদূরে স্থানীয়দের বিষয়টি নজরে আসে ৷ দেখেন এক মহিলাকে রেল লাইন ধরে ইতস্তত ঘুরে বেড়াতে দেখেন । তাঁরাই খবর দেন পুলিশে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ ৷ ওই মহিলাকে উদ্ধার করে ৷ প্রথমিকভাবে ওই মহিলাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয় ৷ চিকিৎসরা জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁর কাছ থেকে একটি কাগজ উদ্ধার হয় ৷ তাতেই লেখা আছে রয়েছে ওই মহিলার নাম আরতি ৷ কাগজে একটি ফোন নম্বর লেখা আছে ৷

সেই নম্বর দেখেই মহিলার বাড়িতে যোগাযোগ করে রেল পুলিশ ৷ আজই ওই মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ। বাড়ির সদস্যকে ফিরে পেয়ে খুশি ওই মহিলার পরিবার ৷ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই মহিলরা পরিবার ৷ স্বাভাবিকভাবেই আরতিকে খুঁজে পেয়ে বেজায় খুশি তাঁর পরিবার এবং শ্বশুরবাড়ির লোকজন।

আরও পড়ুন:

  1. চড়ুইভাতি থেকে ফেরার পথে রূপনারায়ণে ডুবল নৌকা, মৃত 1 ; নিখোঁজ 4
  2. বর্ধমান স্টেশনে বিজেপি নেতার ছবি দেওয়া পোস্টার ঘিরে বিতর্ক
  3. পরীক্ষার আগে রহস্যজনকভাবে উধাও উচ্চমাধ্যমিকের ছাত্রী, ফের আতঙ্ক মালদায়
Last Updated : Feb 10, 2024, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details