বাঁকুড়া, 10 ফেব্রুয়ারি: তামিলনাড়ুর বাসিন্দা। কয়েকদিন আগে ট্রেনে চেপে বাঁকুড়ায় চলে এসেছিলেন। সেখানে স্টেশন চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ চাল চলনে মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ হয় পুলিশের ৷ বাঁকুড়ার ভেদুয়াশোল স্টেশনের অদূরে রেল ট্র্যাক থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল রেলপুলিশ ৷ এদিকে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ও তামিল হওয়ায় তাঁর কথাও বোঝা যায়নি ৷ তবে তাঁর কাছে একটি ফোন নম্বর থাকায়, সেই সূত্র ধরেই পুলিশ তাঁর পরিবারের খোঁজ শুরু করে ৷ শুক্রবার তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ৷
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 6 ফেব্রুয়ারি বাঁকুড়ার ভেদুয়াশোল স্টেশনের অদূরে স্থানীয়দের বিষয়টি নজরে আসে ৷ দেখেন এক মহিলাকে রেল লাইন ধরে ইতস্তত ঘুরে বেড়াতে দেখেন । তাঁরাই খবর দেন পুলিশে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ ৷ ওই মহিলাকে উদ্ধার করে ৷ প্রথমিকভাবে ওই মহিলাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয় ৷ চিকিৎসরা জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁর কাছ থেকে একটি কাগজ উদ্ধার হয় ৷ তাতেই লেখা আছে রয়েছে ওই মহিলার নাম আরতি ৷ কাগজে একটি ফোন নম্বর লেখা আছে ৷