পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার গঙ্গাসাগর, 31 ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা উধাও; অভিযোগ স্কুল কর্তৃপক্ষের

গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলের 31 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা উধাও। অভিযোগ জানাল স্কুল কর্তৃপক্ষ ৷

BENGAL GOVERNMENTS TABLET SCHEME
ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা উধাও (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 15 hours ago

গঙ্গাসাগর, 14 নভেম্বর: ছাত্রছাত্রীদের দেওয়া ট্যাব কেনার টাকা কেলেঙ্কারি নিয়ে উত্তাল রাজ্যরাজনীতি। বিভিন্ন জেলা থেকে উঠে আসছে দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ ৷ এবার দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাইস্কুল ৷ এই স্কুলের 31 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা উধাও হয়ে গিয়েছে। সাগর থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের ৷

পুরো বিষয় নিয়ে সুন্দরবন পুলিশ জেলা সাইবার ক্রাইম শাখাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে ৷ অভিযোগ পাওয়ার পর তদন্ত নেমেছে সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম শাখার পুলিশ। এ বিষয়ে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ বলেন, "আমাদের বিদ্যালয়ে 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জনের ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি।"

অভিযোগ স্কুল কর্তৃপক্ষের (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "আমরা তদন্ত করে জানতে পারি 31 জন ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ঢুকেছে হ্যাকারদের অ্যাকাউন্টে। স্কুলের 261 জন ছাত্রছাত্রীর ট্যাবের জন্য সাবমিট করা হয়েছিল ৷ কিন্তু জানা গেল, স্কুলের 31 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা হ্যাক করা হয়েছে ৷ বাকি ছাত্রছাত্রীরা টাকা পেয়েছে ৷ এমনটা সাগর থানার অভিযোগ জানানো হয় ৷ তারপর লিখিত অভিযোগ দায়ের করা হয় দক্ষিণ 24 পরগনার জেলা-শিক্ষা অধিকর্তার কাছে।"

সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, ওই 31 জন ছাত্রছাত্রীর পুনরায় ডকুমেন্ট নিয়ে স্কুলে আসতে বলা হয়েছে ৷ উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ আলোচনা করে কীভাবে এই ছাত্র-ছাত্রীদের টাকা ফেরানো যায়, তা খতিয়ে দেখছে প্রশাসন থেকে স্কুল কর্তৃপক্ষ।

গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাইস্কুল (নিজস্ব ছবি)

এ বিষয়ে গঙ্গাসাগর মহেন্দ্রগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী অর্পিতা পাল বলেন, "দুর্গাপুজোর আগে আমাদের সমস্ত বন্ধুদের ট্যাবের টাকা ঢুকে গিয়েছে ৷ কিন্তু আমাদের স্কুলের প্রায় 31 জনের ছাত্রছাত্রীর টাকা ঢোকেনি। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের পুনরায় ডকুমেন্টস চাওয়া হয় ৷ এমনকী অনেকের দু'বার করে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ।"

ABOUT THE AUTHOR

...view details