পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ডালে জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ ! আগুন সিন্ডিকেটের অফিসে - LAND GRAB CONTROVERSY - LAND GRAB CONTROVERSY

LAND GRAB CONTROVERSY: অন্ডালে জমি দখলের অভিযোগে বিক্ষোভ দেখালেন জমির মালিকরা ৷ আগুন লাগিয়ে দেওয়া হয় দখলীকৃত জমিতে তৈরি সিন্ডিকেটের অফিস ৷ তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা স্পষ্ট নয় ৷

ETV BHARAT
অন্ডালে জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ ! (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 12:41 PM IST

অন্ডাল, 14 জুলাই: মালিকদের না-জানিয়ে চলছিল জমি দখল ! মাঠের মাঝে তৈরি করা হয়েছিল সিন্ডিকেটের অস্থায়ী অফিস ! খবর পেয়ে শনিবার জমির মালিকরা অস্থায়ী অফিসে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ ৷

অন্ডালে জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ ! (নিজস্ব ভিডিয়ো)

অন্ডাল উখড়া রোডের দক্ষিণখণ্ড গ্রাম সংলগ্ন এলাকায় রয়েছে কৃষিজমি । সেখানে আছে ইসিএল-এর পরিত্যক্ত মধুজোড় কোলিয়ারির ও বেশকিছু জমি । ইসিএল সূত্রে খবর, পরিত্যক্ত মধুজোড় কোলিয়ারিটি বেসরকারি উদ্যোগে ফের চালু হবে । কয়েকদিন আগে সেই জমির মাঝে তৈরি হয়েছে জমি মাফিয়াদের একটি অস্থায়ী কার্যালয় । গ্রামবাসী ও জমির মালিকদের আশঙ্কা জমি দখলের উদ্দেশ্যেই মাফিয়ারা ওই কার্যালয়টি তৈরি করেছে ।

খবর পেয়ে শনিবার কার্যালয়ের সামনে মিছিল করে বিক্ষোভ দেখান জমির মালিকদের সংগঠন কৃষি জমি জীবন - জীবিকা রক্ষা কমিটির সদস্যরা । সংগঠনের পক্ষে উজ্জ্বল পাল, তপন মুখোপাধ্যায়রা বলেন, 1992 থেকে 14 সালের মধ্যে মধুজোর কোলিয়ারির জন্য ইসিএল মালিকদের কাছ থেকে 30 একর জমি অধিগ্রহণ করেছিল । তৎকালীন আইন অনুযায়ী এক একর জমিতে একজনের চাকরি পাওয়ার কথা । সেই চাকরি এখনও মেলেনি জমির মালিকদের ।

সম্প্রতি কোলিয়ারিটি বেসরকারি উদ্যোগে ফের চালু করার উদ্যোগ নিয়েছে সংস্থা । সেজন্য সংস্থার আরও জমির প্রয়োজন । সূত্রের খবর, দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থাটিকে মালিকদের কাছ থেকে সরাসরি জমি অধিগ্রহণ করতে হবে । দায়িত্বপ্রাপ্ত সংস্থা এখনও জমির মালিকদের সঙ্গে কোনও কথা বলেনি । এই অবস্থায় জমির মাঝেই গড়ে উঠেছে সিন্ডিকেটের অফিস । জোর করে অথবা অসৎ উপায়ে জমি দখল করতেই সিন্ডিকেট তৎপর হয়েছে বলে জানান ক্ষুব্ধ কৃষকরা । মালিকদের সঙ্গে সরাসরি কথা বলে সংস্থাকে জমি নিতে হবে, সিন্ডিকেটকে কোনওভাবেই জমি দেওয়া চলবে না, এই দাবিতেই এদিন বিক্ষোভ দেখান তাঁরা ৷

এদিন বিক্ষোভ চলাকালীন আচমকা সিন্ডিকেটের অস্থায়ী অফিসে আগুন লাগার ঘটনা ঘটে । পুড়ে ভস্মীভূত হয়ে যাই অস্থায়ী কাঠামোটি । কে বা কারা আগুন লাগাল তা জানা যায়নি । বিক্ষোভকারীরা আগুন লাগানোর ঘটনার কথা অস্বীকার করেন । বিক্ষোভ ও আগুন লাগার ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা । বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, "মালিকদের না জানিয়ে এইভাবে জমি লুট করে শাসকদলের জন্য জমি মাফিয়ারা এইসব কাজ করে চলেছে । প্রশাসন সব দেখেও চুপচাপ । বিএলএলআরও কী করছেন ?"

ABOUT THE AUTHOR

...view details