কলকাতা, 10 জানুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার পরই কি মৃত্যু হয় প্রসূতির? তা নিয়েই শুরু হয়েছে তরজা। যদিও পরিবারের অভিযোগ, ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয়েছিল ভরতি হওয়া প্রসূতিদের ৷ তার জেরেই এই ঘটনা। হাসপাতালের তরফে জানা গিয়েছে, এক প্রসূতির মৃত্যুর পাশাপাশি আরও 4 জন অসুস্থ ৷ তাঁদের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যালেই ৷ ঘটনায় নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন।
স্বাস্থ্য দফতরের তরফ থেকে আগামিকাল, শনিবার সকালে একটি মাল্টি ডিসিপ্লিনারি টিম যাচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে খতিয়ে দেখা হবে, কী কারণে প্রসূতির মৃত্যু হল ৷ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। যাঁরা অসুস্থ রয়েছেন তাঁদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করবে স্বাস্থ্য দফতর। এরমধ্যেই গত 7 জানুয়ারি, রাজ্য সরকারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের পক্ষ থেকে রিঙ্গার ল্যাক্টেট (LR) স্যালাইন তৈরি করতে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তারপরও কীভাবে হাসপাতালে ওয়ার্ডে চলে এল রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন? উঠছে প্রশ্ন ৷