কাঁথি, 14 এপ্রিল: "উনি নিম্নমানের মহিলা ৷ ওঁর মুখটা আগে ব্লিচিং-ফিনাইল দিয়ে পরিষ্কার করা হোক ৷" কাঁথির মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার পয়লা বৈশাখ ৷ বছরের শুরুর দিনে কাঁথিবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য ভাই সৌমেন্দুকে সঙ্গে নিয়ে ব়্য়ালি করেন শুভেন্দু ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি মমতাকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, "এই মুখ্যমন্ত্রী এতটাই নিচে নেমেছেন যে তাঁর প্রশ্রয়ে বেলডাঙায় ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে । গাজনের ভক্তাদের মারা হয়েছে । সমগ্র এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিতে হয়েছে ।"
'পশ্চিমবঙ্গ দিবস' প্রসঙ্গে শুভেন্দু বলেন , "পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20 জুন । ইতিহাস বিকৃত করা যায় না । রাকেশ রোশন চাঁদে যাননি। মাতঙ্গিনী হাজরা পিছাবনীতে শহীদ হননি। তমলুকে শহীদ হয়েছিলেন। পনেরশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। আর পৃথিবীতে 1170টি দেশ নেই ৷ এগুলো সব মমতা বন্দোপাধ্যায়ের কথা ৷ ঠিক সেভাবে 20 জুন হচ্ছে 'পশ্চিমবঙ্গ দিবস'। মমতা বন্দোপাধ্য়ায় সেটাকে বিকৃত করতে পারেন না ।"