কলকাতা, 8 এপ্রিল: বিধানসভা থেকে পঞ্চায়েত ভোট - প্রতি ক্ষেত্রেই ভোট পরবর্তী হিংসার সাক্ষী থেকেছে রাজ্য ৷ তাই এবার লোকসভা ভোটের পরবর্তী সময়ে হিংসার ঘটনা রুখতে তৎপর বিজেপি ৷ নির্বাচনের পরেও যাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে, এই আর্জি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুধু রাজ্যপাল নন, ভোটের পরেও রাজ্যে যাতে এক মাস কেন্দ্রীয় বাহিনী মোতায়ন রাখা হয়, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং রাজ্যের মুখ্যসচিবকেও চিঠি দিচ্ছেন তিনি ।
আজ গুরুসদয় রোডে বিএসএফ দফতরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল দেখা করে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে । এক ঘণ্টারও কিছু বেশি সময় ধরে তাদের মধ্যে বৈঠক চলে । বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, মূলত 2021 সালের বিধানসভা নির্বাচন এবং তারপর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে তার থেকে শিক্ষা নিয়েই এই বিষয়টিতে পর্যবেক্ষকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে । গত নির্বাচনগুলির পর 12 হাজার মামলা হয় কলকাতা হাইকোর্টে ৷ এই মামলাগুলিতে তদন্তের জন্য প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে একটি সিট গঠন করা হয়েছিল আদালতের তরফে । এছাড়াও ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত 61টি সিবিআই মামলা রয়েছে ।