পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দুর 'শারীরিক হেনস্থা করতে চায়' অভিযোগের পালটা জবাব দিলেন তৃণমূল বিধায়ক - Suvendu on Physical Assault - SUVENDU ON PHYSICAL ASSAULT

Suvendu Adhikari Alleges of Physical Assault Attempt inside Assembly: বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে উত্তপ্ত ছিল বিধানসভা ৷ এর মধ্যে বিধানসভা চত্বরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শারীরিক হেনস্থার চেষ্টা করার অভিযোগ উঠল শাসকদলের বিধায়কের বিরুদ্ধে ৷ বিধানসভায় বিজেপি বিধায়করা নিরাপদ নয়, দাবি করে অধ্যক্ষকে চিঠি দিলেন শুভেন্দু ৷

West Bengal Assembly
(বাঁদিক থেকে) বিধানসভার অন্দরে শুভেন্দু অধিকারী ও পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 3:07 PM IST

Updated : Jul 24, 2024, 6:58 PM IST

কলকাতা, 24 জুলাই:তৃণমূল বিধায়কদের শপথের জটিলতা কাটলেও বিধানসভা এখনও শান্ত হয়নি ৷ এই আবহে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বচসা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অন্দরমহল ৷ এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের বিধায়ক ৷ তিনি পালটা শুভেন্দুর বিরুদ্ধে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন ৷ অন্যদিকে বিজেপি ও তৃণমূল বিধায়কের বচসার এই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করে শাসকদলের সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷

বিধানসভায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বচসার ভিডিয়ো (ইটিভি ভারত)

তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, "শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে বলেছে, অসাধু উপায়ে আমার দু'টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায় ৷ আমার মেয়ে থার্ড ডিভিশনে পাশ করে চাকরি পেয়েছে ৷ দু'টির একটাও ঠিক নয় ৷" এই অভিযোগের পর তপন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছ থেকে ফ্ল্যাটের চাবি চান ৷ তা থেকেই বচসার বাধে ৷

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিধানসভার অন্দরে তাঁকে শারীরিক হেনস্থা করার চেষ্টা করেছেন বিধায়ক তপন চট্টোপাধ্যায় ৷ এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি বিধানসভার মধ্যে বিজেপি বিধায়কদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ৷ বিধানসভার অধিবেশনে এদিন রাজ্যে মহিলাদের উপর অত্যাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করে বিজেপি ৷ এনিয়ে হইহট্টগোল শুরু হয় ৷ এরপর অগ্নিমিত্রা পল-সহ বিজেপির মহিলা বিধায়করা বিধানসভার গেটে বিক্ষোভ-ধরনা প্রদর্শন করেন ৷

বিধানসভার অধ্যক্ষকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি (ইটিভি ভারত)

সেখানে শুভেন্দু অধিকারী বলেন, "বিধানসভায় তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) লোকেরা মহিলার উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতিটুকু দিতে পারে না ৷ উলটে লবিতে পূর্বস্থলীর এমএলএ আমাকে শারীরিকভাবে হেনস্থা করতে চায় ৷ আপনারা জানেন, বিজেপি বিধায়করা কেন্দ্রীয় বাহিনী পায় ৷ তাঁদের বিধানসভার বাইরে রাখার নির্দেশ আছে ৷"

এদিন বিধানসভার অধ্যক্ষকে লেখা চিঠিতেও বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষনেতা লেখেন,"বিধানসভা চত্বরে আমাদের নিরাপত্তা নেই ৷ শাসকদলের সদস্য আমাদের হুমকি দিয়েছেন ৷ এমনটা দ্বিতীয়বার হল ৷ আমাদের ব্য়ক্তিগত দেহরক্ষী দেওয়া হয়েছে ৷ কিন্তু আপনি দেহরক্ষীদের বিধানসভার ভিতরে ঢোকার অনুমতি দেননি ৷ আর তাঁরা (তৃণমূল বিধায়ক) এই সুযোগটাই নিচ্ছে ৷ আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে নিরাপদ নয় ৷"

তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি অধ্যক্ষকে জানান, "আজ দুপুর 12টা 20 মিনিটে পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় আমার দিকে ধেয়ে আসেন ৷ তিনি অন্য বিধায়ক ও সাংবাদিকদের সামনেই চিৎকার করছিলেন ৷ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ৷ আমাকে শারীরিকভাবে নিগ্রহ করতে চান ৷ আমি বিধানসভা চত্বরে নিজেকে নিরাপদ বলে মনে করছি না ৷" এই পরিস্থিতিতে বিধানসভায় কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে অধ্যক্ষই তার জন্য দায়ী থাকবেন, চিঠির একেবারে শেষে এও জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

Last Updated : Jul 24, 2024, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details