পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনীতের পুলিশ মেডেল কেড়ে নেওয়ার দাবিতে রাষ্ট্রপতি-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দুর - Suvendu Adhikari

Suvendu Adhikari: কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পুলিশ মেডেল কেড়ে নেওয়ার দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই নিয়ে তিনি বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷

Suvendu Adhikari
বিনীতের পুলিশ মেডেল কেড়ে নেওয়ার দাবিতে রাষ্ট্রপতি-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দুর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 4:42 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডের জেরে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছে ৷ এই পরিস্থিতিতে বিনীত গোয়েলের পাওয়া পুলিশ মেডেল ফিরিয়ে নেওয়ার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ পরে বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান শুভেন্দু ৷

বৃহস্পতিবার সকালে করা ওই পোস্টে তিনি লেখেন যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি লিখেছেন ৷ সেই চিঠিতে বিনীত গোয়েলের রাষ্ট্রপতির তরফে দেওয়া পুলিশ পদক এবং পুলিশ পদক ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন ৷ আরজি কর-কাণ্ডের জেরে যেভাবে বিনীত গোয়েল সর্বত্র সমালোচনার মুখে পড়েছেন, সেই কারণেই এই অনুরোধ তিনি রাষ্ট্রপতির কাছে করেছেন বলে দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷

চিঠিতে কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগও করেছেন শুভেন্দু অধিকারী ৷ রাষ্ট্রপতিকে তিনি জানিয়েছেন, বিনীত গোয়েল তদন্তে প্রভাব তৈরি করেছেন ৷ তথ্যপ্রমাণ নষ্টের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ৷ এমনকী 14 অগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে ভাঙচুরের প্রসঙ্গও টানেন ৷ সংবাদমাধ্যমে তার প্রমাণ নথিবদ্ধ রয়েছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা ৷

চিঠিতে রাষ্ট্রপতির কাছে শুভেন্দু জানিয়েছেন, যেহেতু আরজি কর-কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটে জড়িত বিনীত গোয়েল, তাই পুলিশ মেডেল রাখার অধিকারও নেই এই আইপিএসের ৷ পাশাপাশি শুভেন্দু দাবি করেছেন যে বিনীত গোয়েলের জন্য বদনাম হচ্ছে কলকাতা পুলিশের ৷

শুধু রাষ্ট্রপতি নয়, একই অনুরোধ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই কথাও সোশাল মিডিয়ায় করা পোস্টে জানিয়েছেন বিরোধী দলনেতা ৷

ABOUT THE AUTHOR

...view details