কলকাতা, 25 ফেব্রুয়ারি:নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ লোকসভা নির্বাচনে প্রতিবারই রাজ্য থেকে আইপিএস আধিকারিকদের ভোটের কাজে অন্য রাজ্যে পাঠানো হয় ৷ শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সেই আইপিএসদের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছেন ৷ এমতাবস্থায় বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দেওয়া তালিকা যেন বাতিল করা হয় ৷
রবিবার এই বিষয়টি নিয়ে তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ পোস্টটিতে তিনি নির্বাচন কমিশনের মুখপাত্র এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে ট্যাগও করেছেন ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু সোশাল মিডিয়ায় লেখেন, "আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইপিএস আধিকারিকদের একটি তালিকা তৈরি করে তা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন ৷ লোকসভা নির্বাচনের সময় আইপিএসদের অন্য রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হবে ৷"
তবে মুখ্যমন্ত্রীর পাঠানো এই আইপিএস তালিকা বাতিল করুক নির্বাচন কমিশন। এমনই আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা ৷ কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, "2019 ও 2021 সালে এই আইপিএস আধিকারিকদের ভোটের ডিউটিতে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন ৷ তাঁরা অন্য কয়েকজন আধিকারিকদের বদলে নিযুক্ত হয়েছিলেন ৷ ওই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ তাঁদের পরিবর্তে এই আইপিএস আধিকারিকদের ভোটের কাজে নিযুক্ত করে নির্বাচন কমিশন ৷ দু'দু'টি গুরুত্বপূর্ণ নির্বাচনে কাজ করার ফলে এই আইপিএস আধিকারিকরা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন ৷ এই অবস্থায় আমি আর্জি জানাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকা পাঠিয়েছেন তা বাতিল করা হোক ৷ কারণ সময়ে প্রয়োজন হলে আর এই আধিকারিকদের পাওয়া যাবে না ৷" এই পোস্টে শুভেন্দু অধিকারী সেই সমস্ত আইপিএসদের নামও উল্লেখ করেছেন ৷ এছাড়া একটি ছবিও পোস্ট করেছেন ৷
আরও পড়ুন:
- বামগড় জেএনইউতে সন্দেশখালি ইস্যুতে মমতাকে তুলোধোনা শুভেন্দু-সুকান্তর
- নন্দীগ্রামের সঙ্গে তুলনা টেনে সন্দেশখালিকে 'বশ্যতা বিরোধী সংগ্রাম' বলে উল্লেখ শুভেন্দুর
- ফের সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু, বিরক্ত বিচারপতি