কলকাতা, 24 জানুয়ারি: আগামী 11 ফেব্রুয়ারি অযোধ্যায় রামমন্দির দর্শনে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ । ওই সূত্র আরও জানিয়েছে যে শুধু তিনি একা নন, রাজ্যের সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে তিনি বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন একটি ছুটির দিন দেখে মন্দির দর্শনে যাবেন বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন । আর যেহেতু 11 ফেব্রুয়ারি রবিবার, তাই ছুটির দিন ৷ সেই কারণে ওই দিন বিমানে গিয়ে রাতের মধ্যে ফিরে আসা সম্ভব হবে । তাই তিনি ওইদিনই সকাল সকাল রামমন্দির দর্শন করে সেদিনই ফিরবেন বলে ঠিক করেছেন ।
উল্লেখ্য, গত 22 জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে রামলালার ৷ প্রধান যজমান হিসেবে উপস্থিত থেকে সেই প্রাণ প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিন দেশ-বিদেশের অনেকে বিশিষ্ট অতিথি ও সাধুসন্তদের আমন্ত্রণ জানানো হয়েছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে ৷ সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা খুলেছে উদ্বোধনের পরদিন মঙ্গলবার থেকে ৷
শুরুর দিনই লক্ষ লক্ষ মানুষ হাজির হন রামলালার দর্শন পাওয়ার জন্য এর জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ৷ উত্তরপ্রদেশ সরকার পরিস্থিতি স্বাভাবিক রেখে মন্দির দর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা করছে ৷ তবে এর মধ্যে দেশের বিভিন্ন অংশের হেভিওয়েটরা মন্দিরে যাওয়ার পরিকল্পনা করছেন ৷ আর সেই তালিকাতেই রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে আগামী 11 ফেব্রুয়ারি সতীর্থ বিধায়কদের নিয়ে অযোধ্যায় রামলালার দর্শন করেন বিরোধী দলনেতা ৷
প্রসঙ্গত, রামমন্দির নিয়ে গত কয়েকদিন ধরেই দেশজুড়ে উন্মাদনা চলছে ৷ রামমন্দির উদ্বোধনের দিন দেশের বিভিন্ন অংশে বিশেষ পুজো হয়েছে ৷ বঙ্গ বিজেপিও তাতে সামিল হয়েছে ৷ সেদিন কলকাতায় মিছিলও করেন বিরোধী দলনেতা ৷ পাশাপাশি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে দেশের সমস্ত মন্দির পরিষ্কার করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত কয়েকদিন ধরে সেই কর্মসূচিতে সামিল হতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির অন্য নেতাদের ৷
আরও পড়ুন:
- রাম মন্দিরের উদ্বোধনে সবাই গেলেও ‘সূর্পনখা ও কালনেমি’ যেতে পারেনি, কটাক্ষ দিলীপ ঘোষের
- হিংসা ছড়াতেই সংহতি মিছিল, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
- জনসমুদ্রে অযোধ্যা, রাম-দর্শনে ভিড় সামলাতে হিমশিম পুলিশ