পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'এসপি অফিস ঘেরাও করব', ভোটের আগেই পুলিশ সুপারকে হুঁশিয়ারি শুভেন্দুর ! - BY POLL 2024

গণতন্ত্র রক্ষায় একচুলও মাটি ছাড়ব না ৷ মেদিনীপুর পুলিশ সুপারকে কেন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ৷

suvendu adhikari
উপনির্বাচনের আগে শুভেন্দুর গলায় হুমকি সুর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 10:54 PM IST

ডেবরা, 12 নভেম্বর:উপনির্বাচনের আগের দিন হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ ভোটের আগের দিন মেদিনীপুরের পুলিশ সুপারকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বসলেন তিনি । মঙ্গলবার তড়িঘড়ি মেদিনীপুরের ডেবরাতে একটি সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী ।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,"চারিদিক থেকে খবর পাচ্ছি বিজেপি কর্মী সমর্থক ও এজেন্টদের ভয় দেখানো হচ্ছে ৷ এমনকি তুলে নিয়ে যাওয়া এবং আটক করার মতো ঘটনা ঘটছে । যখন থেকে কিউআর টিম রেডি হয়েছে তখন থেকেই পুলিশ সক্রিয় হয়ে গিয়েছে । আর তারা এই ধরনের কাজ করে যাচ্ছে । তবে আমি পুলিশ সুপারকে বলতে চাই আমরা এক চুলও মাটি ছাড়ছি না এই গণতন্ত্র রক্ষায় । যদি আমাদের কর্মীরা ভোট দিতে না পারে তবে যেমন একদিকে চন্দ্রকোনা ও ডেবরা-সহ তিন জায়গায় অবরোধ হবে সাংসদ ও বিধায়কের নেতৃত্বে; তেমনই আমরা সন্ধ্যা ছ'টার পর এসপি অফিস ঘেরাও করব । আমরা তিনজন ৷ আমি, সৌমেন্দু এবং দিলীপ দা তিন নেতা গিয়েই এসপি অফিস ঘিরে রাখব ৷ দেখব উনার কত ঔদ্ধত্য আচরণ বেড়েছে ।"

শুভেন্দু অধিকারীর বক্তব্য (ইটিভি ভারত)

এর পাশাপাশি এদিন পুলিশ সুপার ধৃতিমান সরকারকে তিনি নিকৃষ্ট মানের বলেও অভিযোগ করেন । প্রসঙ্গত, ভোটের এই দশ বারো ঘণ্টা আগে যদিও বিজেপি দাবি করে তাদের এই বিধানসভার ভিন্ন ভিন্ন অঞ্চলে পুলিশ কর্মী সমর্থক ও এজেন্টদের আটক করেছে ৷ মিথ্যা মামলায় তুলে নিয়ে গিয়েছে থানায় । যার জেরে মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় বিভিন্ন থানায় দ্বারস্থ হয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details