কলকাতা, 2 সেপ্টেম্বর: মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024 আনছে রাজ্য সরকার ৷ তবে সেই সময় বিরোধীদের কী ভূমিকা থাকে, সেটা আগামিকালই সবাই দেখতে পাবেন ৷ হুঁশিয়ারির সুরে আজ একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই বিলে বিজেপি সমর্থন করবে কি না, সেবিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও ৷
মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন চাইল্ড বিল (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন) 2024 পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক ৷ এই বিল নিয়ে আলোচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । বিধানসভায় এই নিয়ে আলোচনার জন্য দু'ঘণ্টা সময় দেওয়া হয়েছে ৷ এত গুরুতর বিষয় নিয়ে আলোচনার জন্য মাত্র দু'ঘণ্টা বরাদ্দ হওয়ায় এদিন ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
তিনি বলেন, "আজ সেই বিলের নথি সব বিধায়ককে দেওয়া হয়েছে । সেই বিলে যা সংস্কারের প্রস্তাব বিজেপি সেটা করবে । এত বড় একটা বিষয় নিয়ে মাত্র দু'ঘণ্টা আলোচনা হবে কাল । আর বিজেপির ভাগে 60 মিনিট । আমি কিছুক্ষণ বলার পর বেশিরভাগটাই বলবেন বিজেপির মহিলা সদস্যরা ৷"
সোমবার শুরু হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন ৷ এদিন শোকপ্রস্তাবে আরজি করে মৃত চিকিৎসক ছাত্রীর কথা না-থাকা নিয়েও সরব হন বিরোধী দলনেতা ৷ বিজেপি পৃথকভাবে নির্যাতিতার উদ্দেশে যে শোকজ্ঞাপন করেছে, সেই নজিরবিহীন কাজ করতে শাসকদল তাদের বাধ্য় করেছে বলে দাবি শুভেন্দুর ৷
তাঁর কথায়, "আইন মেনেই রাজ্যপালের ভাষণের শেষে আজ আরজি করের নির্যাতিতার আত্মার শান্তি কামনা করা এবং নীরবতা পালনের আবেদন জানানো হয়েছিল । আমরা বলেছিলাম, এই বার্তা যাতে নির্যাতিতার বাড়িতে পৌঁছে দেওয়া হয় । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন করি । তবে তিনি এই প্রস্তাব মানতে চাননি ৷ তিনি নির্যাতিতার নাম জানতে চান ।" অর্থাৎ ধর্ষিতার নাম প্রকাশ করা যায় না, ফলে কী নামে শোকপ্রস্তাব পেশ করা হবে, সেকথাই বলেন অধ্যক্ষ ৷ জবাবে শুভেন্দু বলেন, 9 অগস্ট আরজি করে মৃত চিকিৎসক ছাত্রী বলেই শোক জানানো হোক ৷